দিনাজপুরে ট্রাকচাপায় মা এবং মেয়ের পর চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের ছেলেও মারা গেছে। বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিরুল্লাহ (৩) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ট্যাগরা দারুল হাদিস সালাফীয়া মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে এই ঘটনায় হোসেনের স্ত্রী বিউটি বেগম (৩৫) এবং তার মেয়ে ফাহিমা আক্তার (১২) ঘটনাস্থলে মারা যায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাস্থলে মা মেয়ের পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।
এদিকে, দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ১৩ মাইল আমতলি এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং রেজিনা খাতুন নামে একজন পথচারি আহত হয়েছেন। ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সাইদুর রহমান বীরগঞ্জে উপজেলার বাসিন্দা।
হাইওয়ে থানার ইনচার্জ এ এন এম মাসুদ জানান, সাইদুর রহমান পার্বতীপুর উপজেলায় তহশীলদার হিসেবে কর্মরত। মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাবাওয়ার সময় ১৩ মাইল আমতলী এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন তিনি। এসময় রেজিনা খাতুন নামে একজন নারী পথচারি আহত হয়েছে৷
পুলিশ বাসটি জব্দ করেছে বলে তিনি জানান।