হবিগঞ্জে আরও একজন সরকারি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত।
তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার।
এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তিনজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন।
সদরে কর্মরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউজে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানিয়েছেন।