মৃত রওশন খান (৫৫) চাঁদপুর সদরের ওয়াপদা গেইট এলাকার বাসিন্দা।
সদর হাসপাতালে আনার পথে বুধবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১১৩৪
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ্দৌলা জানান, গত ১৩ ডিসেম্বর ওই ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হলেও পরিবারের লোকজন গুরুত্ব দেননি। করোনা রোগী হিসেবে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে: বিএনপি
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২৪৭৯ ও বর্তমানে চিকিৎসাধীন ৪৮ জন।
আরও পড়ুন: কোভিডে বিশ্বব্যাপী মৃত্যু ১৬.৬ লাখ ছাড়াল
চাঁদপুরে বৃহস্পতিবার পাওয়া ১১ জনের প্রতিবেদনের মধ্যে একজনের করোনা শনাক্ত ও তিনজন করোনামুক্ত হয়েছেন। করোনা শনাক্ত ও করোনামুক্ত চারজনই চাঁদপুর সদরের বাসিন্দা।
করোনা আক্রান্তের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো- সদরের ১১১০, ফরিদগঞ্জে ২৮৯, মতলব দক্ষিণে ২৮৯, শাহরাস্তিতে ২৪২, হাজীগঞ্জে ২২১, মতলব উত্তরে ২০১, হাইমচরে ১৬৮ ও কচুয়ায় ৯০ জন।
করোনায় ৮৩ জন মৃতের মধ্যে সদরে ২৬, হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১২, মতলব উত্তরে ১০, শাহরাস্তিতে সাত, কচুয়ায় ছয়, মতলব দক্ষিণে চার ও হাইমচরে একজন আছেন।
বাংলাদেশ পরিস্থিতি:
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৮৭৭
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জনে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।