লক্ষ্মীপুরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসের চাপায় অটোরিকশার যাত্রী জুথী আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এ সময় ওই নারীর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
আজ (শনিবার) সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল ও নিহত জুথীর বাবা রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জুথী ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী এবং নিহত দেড় বছর বয়সী সিয়াম তাদের ছেলে।
আহতরা হলেন— শরীফ, তার ভাগিনা রাজা মিয়া এবং ওই অটোরিকশার চালক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
রহমত উল্যা বলেন, ‘গভীর রাতে বুকে ব্যথা ওঠায় জুথীকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। রিকশাটি কাচারিবাড়ি এলাকায় পৌঁছালে শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক ও যাত্রীদের সবাই আহত হন। তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথীকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে সিয়াম মারা যায়। মেয়ে ও নাতির লাশ বাড়িতে নিয়ে এসেছি।’
ডা. অরুপ পাল বলেন, ‘হাসপাতালে পাঁচজনকে আনা হয়। এর মধ্যে একজন আনার আগে ও ঢাকা নেওয়ার পথে আরেকজন নিহত হন। আহতদের ঢাকা পাঠানো হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এ বিষয়ে মামলা ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।’