দিনাজপুরের হিলিতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাওনি এক্কা (৫০) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলের চালক ১৪ বছর বয়সী এক শিশুকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হিলি-সোনাপুর রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত জাওনি এক্কা স্থানীয় মাঠপাড়া এলাকার সোমা লাকড়ার স্ত্রী।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, জাওনি এক্কা মাথায় ঘাসের বস্তা নিয়ে হিলি-সোনাপুর রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি স’মিলের সামনের দিয়ে রাস্তা পার হতে যান। তখন হিলির রাজধানী মোড় থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের চালক রুপক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে জাওনি এক্কা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেল চালক রুপক শেখকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠানো হবে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: হিলিতে মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত