১৭০ জন রেল কর্মীর টানা পরিশ্রমে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের পাঁচটি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর বিকাল ৫টা থেকে ওই লাইনে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। এতে কুষ্টিয়ার সাথে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মালবাহী ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, বরখাস্ত ১
এ ঘটনায় এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কুষ্টিয়া অফিসের উপসহকারী প্রকৗশলী সাইফুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন ২৬ মার্চ চালু
গাজীপুরে ট্রেন আটকে রেখে আন্দোলন
স্টেশন, রেল লাইন থাকলেও প্রায় ১ বছর ট্রেনের দেখা নেই চিলমারীতে