ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা নীলক্ষেত মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এতে সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: সাংবাদিক শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবির প্রগতিশীল শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ঢাবির রেজিস্টার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানি বন্ধ। পরবর্তী পর্যায়ে পদোন্নতির জন্য সিজিপিএ শর্ত সংশোধন করা এবং পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা।
এছাড়া একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা এবং শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষে স্থান সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
আরও পড়ুন: অবরোধের পর সম্পর্ক পুনরুদ্ধারে উপসাগরীয় দেশ বাহরাইন ও কাতার