গুলিবিদ্ধ গাজীকে (৩২) আহতাবস্থায় ভারতে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। তিনি উপজেলার রামকৃষ্ণপুর এলাকার নিয়ামত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, সকাল সোয়া ১০টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার কৃষক গাজী, রুবেল ও সাহাবুল ১৫৭/২ (এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের ভূখণ্ডে নিজ জমিতে কাজ করছিলেন।
এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গাজী পায়ে গুলিবিদ্ধ হলে অপর কৃষকরা পালিয়ে প্রাণে বাঁচেন। পরে গাজীকে ধরে নিয়ে যায় বিএসএফ।
৪৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন আহত হয়েছে। সে ভারতে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
এ ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফ এর কাছে পত্র পাঠানো হয়েছে।