টোকিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু গত শুক্রবারও জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন করে ১,২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
টোকিও অলিম্পিক শুরুর মাত্র এক সপ্তাহ আগে তৃতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা এক হাজারে অধিক রয়েছে।
আরও পড়ুন: টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
কোভিডের কারণে রাজধানী টোকিও দেশটির চতুর্থ জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার ১,৩০৮ জনের করোনা শনাক্ত সংখ্যা গত জানুয়ারির শেষের থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছেন, আগামী ১১ আগস্টের মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে পারে। এরফলে শীতকালে টোকিও জুড়ে সংক্রমণ গড়ে ২,৪০৬ জনে পৌঁছতে পারে।
আরও পড়ুন: টোকিওতে অলিম্পিক মশাল উন্মোচন
উল্লেখ্য, আগামী ৮ আগস্ট অলিম্পিক শেষ হওয়ার কথা রয়েছে।