ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে-মসজিদে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে মুসল্লিদের দিক নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২১ জুলাই) ডিএসসিসি আওতাধীন মসজিদগুলোতে জুমার নামাজে অংশগ্রহণকারী মুসুল্লিদের সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গুর ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় বিএনপি
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
এই উদ্যোগের উদ্দেশ্য হল ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রদায়ের অংশগ্রহণকে উন্নীত করা।
এর আগে ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তার এলাকায় ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছিল।
ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোলরুমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: হাফেজ আবু তালহার সাফল্য বাংলাদেশের জন্য গৌরবের: পররাষ্ট্রমন্ত্রী