ভিডিও বার্তা
আসুন সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, ক্ষুধা, হৃদয়হীনতা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা ত্যাগের মধ্য দিয়ে ঈদুল আজহা অর্থবহ হয়ে ওঠে।
তিনি বলেন, ‘কোরবানির অর্থ বিসর্জন। ঈদুল আজহা অর্থবহ হয়ে ওঠে নীচতা, নির্দয়তা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা বিসর্জন দিয়ে।’
ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা এ আহ্বান জানান।
তিনি সকলকে ত্যাগের চেতনায় উদ্দীপ্ত হয়ে মানবজাতির কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
"তিনি বলেন, ‘আসুন আমরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি।’
আরও পড়ুন: ঈদুল আজহায় মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
চীনের নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
৬৫৬ দিন আগে
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকল বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শনিবার দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঈদুল আযহা মানেই ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’
তিনি সকলকে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে বিশ্বব্যাপী মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানান।
তিনি বলেন, ‘সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’
পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০০৯ দিন আগে
দোহা ফোরামে জেলেনস্কির ভিডিও বার্তা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাতারের দোহা ফোরামে এক ভিডিও বার্তা দিয়েছেন।
শনিবার জেলেনস্কি তার ভিডিও ভাষণে দেশটির প্রতি রাশিয়ার চলমান যুদ্ধের সমালোচনা করেন।
তিনি জাতিসংঘ ও বিশ্বশক্তিকে দেশটির সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি বলেছেন, তারা আমাদের বন্দর ধ্বংস করছে। ইউক্রেন থেকে রপ্তানি পণ্যের অনুপস্থিতি বিশ্বব্যাপী দেশগুলোকে একটি ধাক্কা দিবে।
আরও পড়ুন: রাশিয়াকে থামাতে বিলম্ব করেছে ইউরোপ: জেলেনস্কি
তিনি বলেন, ইউরোপের ভবিষ্যৎ আপনাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে। তিনি দেশগুলোকে তাদের জ্বলানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানান। কেননা কাতার প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে।
পারমাণবিক অস্ত্র দিয়ে বিশ্বকে হুমকি দেখানোয় তিনি রাশিয়ার সমালোচনা করেন।
জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আস্ফালন করেছে যে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে শুধু একটি নির্দিষ্ট দেশ নয়, পুরো গ্রহকে ধ্বংস করতে পারে।
তিনি আরও বলেন,ইউক্রেনের মুসলমানদের আসন্ন পবিত্র রোজার মাসেও লড়াই করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে এই পবিত্র রমজান মাসে যেন ইউক্রেনের মানুষের ওপর দুর্দশার ছায়া না পড়ে।’
আরও পড়ুন: কিয়েভে গোলার আঘাতে রুশ সাংবাদিক নিহত
১১১৫ দিন আগে
বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি নাবিকদের
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে দেশটির অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নাবিক নিহত হওয়ার পর জাহাজটিতে থাকা বাকি ২৮ জন নাবিক তাদের নিরাপদে উদ্ধারের আকুতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন নাবিকরা।
এর আগে বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে অলভিয়া বন্দরে অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান।
এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়।
আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
রবিউল আলম নামে জাহাজের এক নাবিক ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন।’
‘আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন।...আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’
আসিফুল ইসলাম নামে নাবিক দলের এক সদস্য একটি ভিডিওর মাধ্যমে তাদের উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, তারা নিরাপদ স্থানে যাওয়ার তথ্যটি সঠিক নয়।
আরও পড়ুন: ইউক্রেনীয় বন্দরে আটকা পড়েছেন ২৯ বাংলাদেশি নাবিক
ইউক্রেন যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় 'এমভি বাংলার সমৃদ্ধি'। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র্যাভেনা বন্দরে যাওয়ার কথা ছিল জাহাজটির। জাহাজে ২ নারীসহ বাংলাদেশের ২৯ জন নাবিক ছিল। বর্তমানে ২৮ জন নাবিক অক্ষত রয়েছেন। বন্দরটিতে বিভিন্ন দেশের আরও প্রায় ২০টি জাহাজ আটকে আছে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)র নির্বাহী পরিচালক পীযুষ দত্ত বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে বুধবার রকেট হামলার পর ২৮ জন নাবিক-ক্রু বর্তমানে জাহাজেই অবস্থান করছেন। তাদের নিরাপদে উদ্ধার করতে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে জাহাজের সবাই অক্ষত ও সুস্থ আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার নয়াদিল্লির
১১৩৮ দিন আগে
ছুটির দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুত, জ্বালানি সরবরাহ নিশ্চিত করুন: নসরুল
করোনাভাইরাস প্রতিরোধে সরকার-ঘোষিত ছুটির দিনে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুত ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৮৪৬ দিন আগে
করোনা মোকাবিলায় কাজ করছেন জনপ্রতিনিধিরা: মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মঙ্গলবার বলেছেন, ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা করোনা মোকাবিলায় কাজ করছেন।
১৮৪৬ দিন আগে