ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান তারা। ফরিদপুরে মহামারি করোনায় এ পর্যন্ত মৃত্যের সংখ্যা ১২৩ এ দাঁড়িয়েছে।
মৃত হাফিজা বেগম (৬১) ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সালাম ব্যাপারির স্ত্রী ও নূর ইসলাম (৪৯) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাচিকাটা গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদালের ছেলে।
আরও পড়ুন: করোনার সর্বশেষ পরিস্থিতি: বিশ্বে ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষের মৃত্যু
এদিকে, ফরিদপুরে করোনা আক্রান্তের হার দিন দিন বাড়ছে। গত সোমবার ৯২ জনের পরীক্ষা করে ১৫ জনের করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৩০। গত মঙ্গলবার ২৩৩ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। শনাক্তের হার ১১ দশমিক ১৭।
ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে ১২৩ জন মারা গেছেন।
তিনি বলেন, ‘করোনা শনাক্তের হার বাড়ছে। আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া এ বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। আমরা জনাকীর্ণ জায়গায় যাব না এবং সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলব।’
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই নড়েচড়ে বসেছে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারি নির্দেশ মোতাবেক আমরা শহর ও উপজেলা সদরগুলোর গুরুত্বপূর্ন স্থানগুলোতে মাইকিংসহ বিভিন্ন ধরনের করোনা বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোথাও কোথাও মোবাইল কোর্ট পরিচালনা করতে হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য সচিব