বাস-ট্রাকের সংঘর্ষ
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় উপজেলার দওপাড়ার সূর্যনগর বাসস্টান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি দুমরে মোচরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
শিবচর উপজেলা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে দওপাড়া এলাকার সূর্যনগর বাস্টান্ডের কাছে একটি ট্রাককে ধাক্বা দিলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন যাএী মারা যায় ও ১০ জন আহত হয়। পরে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এছাড়া আহত ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী বরিশালের বাকেরগঞ্জ থানার মাসুদ রানা জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দওপাড়ার সূর্যনগরের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা লাগলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় ও ১০ জন আহত হয়। বাসে ৪২ জন যাএী ছিল এবং বাসটি দ্রুত যাচ্ছিল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্য থেকে আরও দুইজন মারা গেছেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
৯ মাস আগে
দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
দিনাজপুরের নবাবগঞ্জের চড়ারহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- বাসযাত্রী জান্নাতুন আরা (১৩) দিনাজপুরের ফুলবাড়ীর আমবাড়ীর বাসিন্দা জিয়ারুলের মেয়ে এবং ট্রাকচালক আকরাম পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে নবাবগঞ্জের চড়ারহাট বাজারের কাছে ঢাকা ফেরত একটি বাসের সঙ্গে বালু বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’জন নিহত হয়েছে।
তিনি আরও জানান যে আহত ৯ জনকে বিরামপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এদের মধ্যে কযেকজন প্রাথমিক চিকিৎসা এবং গুরুতর আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগ।
আরও পড়ুন: ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২৪
খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ট্রাকচালক ও ৯ গরুর
১ বছর আগে
খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ট্রাকচালক ও ৯ গরুর
খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর ঈদগাহ মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও ৯টি গরুর প্রাণহানি হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক শাহিনুর মোড়ল (৪৫) যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার হায়দার আলি মোড়লের ছেলে।
আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চুকনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সাতক্ষীরা দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শাহিনুরসহ তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শাহিনুর মারা যান।
এছাড়া ট্রাকে থাকা ৯টি গরুর প্রাণহানি হয়েছে বলে জানান ওসি।
২ বছর আগে
সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত ৫
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
৩ বছর আগে
চট্টগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার যাত্রীবাহী বাসের সাথে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
৩ বছর আগে
রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
৪ বছর আগে