সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুনতি ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বেওলা সিকদার পাড়ার মো. লোকমানের স্ত্রী রিনা আকতার (১৮) ও রামুর পূর্ব জোয়ারিয়ানালার আলতাফ আহমদের মেয়ে ছেনু আরা বেগম (২৯)। এর মধ্যে ছেনু ছিলেন এনজিওকর্মী ছিলেন বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার পরিদর্শক আব্দুর রউফ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া চুনতি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামগামী মারসা পরিবহনের বাসের (চট্টমেট্রো-ব-১১-১১৮০) সাথে কক্সবাজারগামী একটি কংকরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৩০) সংঘর্ষ হয়।
বাসটিকে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই দুই নারীযাত্রী মারা যান। একজনকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ছাড়া অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
দেশের চিত্র:
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় সড়ক দুর্ঘটনা ২৫.৫৮ শতাংশ এবং হতাহতের সংখ্যা ৮.৭৬ শতাংশ বেড়েছে।
আরএসএফ সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সংগঠনটি থেকে ৬ ফেব্রুয়ারি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৪ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭.২৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট হতাহতের ১০ দশমিক ৯৫ শতাংশ।
চারটি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত, চারজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১১টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।