বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বিজয়নগর নামক এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন তানোর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মতিউর রহমার (৩৫) বলে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রাজশাহীর দিকে যাওয়া একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে যাত্রীবাহী বাসটি উল্টে যায় এবং ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বলেন, ‘আমরা ঘটনা স্থলে এসে ট্রাকের পাশে একটি এবং যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়া অবস্থায় আরেকটি লাশ দেখতে পাই। নিহত দুজনই দুটি গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।’
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।