কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক কেজির বেশি ক্রিস্টাল মেথামফেটামিন এবং ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময় এক যুবককে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. ফারুক (৩০) উপজেলার নূর আহমদের ছেলে।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাফ নদীতে মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে জব্দ করে এবং এই সময় ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে ফাঁসাতে ইয়াবা ক্রয়, নারী আটক
পরে তার কাছ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এদিকে হিনলা আবরাং এলাকায় পরবর্তী অভিযান চালিয়ে পাঁচ কোটি ৯০ লাখ টাকা মূল্যের এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: নাটোরে ‘বাইকার গ্রুপের’ ৫ সদস্য আটক
জিজ্ঞাসাবাদে ফারুক বিজিবি সদস্যদের কাছে মাদকের কথা জানালে তার তথ্যে ভিত্তি অভিযান চালানো হয়।