এসকে সিনহা
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্ধ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাঁর বিরুদ্ধে এ মামলা করেন।
দুদকের মামলার বিবরণী থেকে জানা যায়, সুরেন্দ্র কুমার সিনহা তাঁর নিজ নামে ইতোপূর্বে রাজউক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্ধ পান। পরবর্তীতে তিনি ক্ষমতা অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজউক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করান এবং তিন কাঠার একটি প্লট বরাদ্ধ করান।
এছাড়া তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে এই তিন কাঠার প্লটটিকে পাঁচ কাঠার প্লটে উন্নীত করান। পূর্বাচল থেকে প্লট স্থানান্তর করে উত্তরার সেক্টর-৪ এ প্লটটি রাজউক থেকে অনুমোদনও করান। প্লটের জন্য ব্যয় হওয়া ৭৫ লাখ টাকা পরিশোধ করেন তিনি। পরবর্তীতে ওই প্লটে ৯ তলা ভবন নির্মাণ করেন।
অনুসন্ধানকালে নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী, নয় তলা এ ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে ছয় কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া এ প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ। সে হিসেবে প্লটের মূল্যসহ ভবন নিমার্ণে মোট ব্যয় ৭ কোটি ৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এই সম্পদের মধ্যে কেবল জনৈক খালেদা চৌধুরীর কাছ থেকে ফ্ল্যাট বিক্রির অগ্রীম বাবদ ৭০ লাখ টাকা টাকা পেয়েছেন তিনি। এ টাকা বাদে অবশিষ্ট ছয় কোটি ৩৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা এবং শংখজিত সিংহয়ের নামীয় হিসাবে স্থায়ী ও নগদে জমা আছে ৭৮ লাখ টাকা।
দুদকের অভিযোগে বলা হয়, সুরেন্দ্র কুমার সিনহা নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এই সাত কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অর্জন করেছেন।
আরও পড়ুন: এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এসকে সিনহার বই পরাজিত ব্যক্তির হা-হুতাশ: আইনমন্ত্রী
৩ বছর আগে
এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা: নির্দোষ দাবি ৭ আসামির
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলায় সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
এই সাত আসামি হলেন-ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা।
রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এরপর তারা লিখিত বক্তব্য দেবেন বলেও আদালতকে জানান। পরে আদালত তাদের লিখিত বক্তব্য দাখিলের জন্য ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
আরও পড়ুন: এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
পুলিশের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ১০ কোটি টাকার মামলা
এর আগে গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক বেনজীর আহমেদকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিন জেরা শেষ হওয়ায় আদালত আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেন। এ মামলায় ২১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০১৯ সালের ১০ জুলাই ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। ২০২০ সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
৩ বছর আগে
এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
৪ বছর আগে
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চার কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
৪ বছর আগে
৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র জমা
চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে
৪ কোটি টাকা আত্মসাৎ: সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে
কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলেন সাবেক প্রধান বিচারপতি সিনহা
ঢাকা, ২৬ জুলাই (ইউএনবি)- সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
৫ বছর আগে
সরকারের ইন্ধনে সিনহার বিরুদ্ধে মামলা করিনি: নাজমুল হুদা
ঝিনাইদহ, ০৬ অক্টোবর (ইউএনবি)- সরকারের সহযোগিতা বা ইন্ধনে নয়, মৌলিক অধিকার থেকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।
৬ বছর আগে
বিদেশে রাজনৈতিক আশ্রয় পেতে সিনহা এত কিছু করছেন: মন্ত্রী
ঢাকা, ০২ অক্টোবর (ইউএনবি)- আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বিদেশে বসে এত কিছু করছেন রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য।
৬ বছর আগে
সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা
ঢাকা, ০১ অক্টোবর (ইউএনবি)- সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
৬ বছর আগে