আক্রান্তের সংখ্যায় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ৪৪৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মহামারি এই ভাইরাসে দেশটিতে প্রাণহানি ঘটেছে ২৯ হাজার ৯৩৭ জনের।
ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ১ লাখ ৫ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৩৭০ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনও পর্যন্ত ২৯ হাজার ৯১৭ জন মারা গেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ১২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর ইতালিতে ৩৩ হাজার ৪৭৫ জন, ফ্রান্সে ২৮ হাজার ৮৩৬ জন, এবং স্পেনে ২৭ হাজার ১২৭ জন মারা গেছেন।
চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে মহামারিটি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়। এছাড়া ইউরোপ লকডাউন উত্তোলনের প্রক্রিয়াধীন রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।