চাল বিতরণ
চাঁদপুরে চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
চাঁদপুর সদরে চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যানের অফিসের সামনে ও বহরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। বতর্মান চেয়ারম্যান সেলিম খান ও সাবেক ইউপি চেয়ারম্যান মনা খানের লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড গুলি ছোড়ে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তানজিমুল ইসলাম ইউএনবিকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। রাতে চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে বতর্মান চেয়ারম্যান সেলিম খান ও সাবেক ইউপি চেয়ারম্যান মনা খানের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, এই ইউনিয়নে ৪ হাজার ৫০০ কার্ডধারী জেলের জন্য জাটকারক্ষা কমর্সূচির সরকারি চাল বরাদ্দ হয়। বিতরণের সময় ৪০/৫০ জন জেলের চাল কম হওয়ায় বাকবিতণ্ডা ও তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হলে সংঘর্ষ বাধে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম ইউএনবিকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠাই। এক পর্যায়ে পুলিশকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে আক্রমণকারীরা। তারা আমাদের উপর লাঠি-সোটা ও অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মারমুখী লোকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত
ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ
৩২৬ দিন আগে
চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলায় কালিয়ারভাংগা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কচুয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গরিব অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।
পরে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আল আমিন নামে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অর্ধশতবর্ষী গাছ কেটে র্যাম্প নির্মাণ করতে চায় সিডিএ, আন্দোলনের হুমকি নাগরিক সমাজের
লালমনিরহাটে দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, অর্ধশত যাত্রী আহত
৩৫৫ দিন আগে
শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) চাল বিতরণের নির্দেশ দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে নওগাঁর পোরশা উপজেলার কাপালির বাজারে চলমান ওএমএস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, ‘অনেক সময় একজন ব্যক্তি বারবার ওএমএসের চাল নিয়ে পরে বাইরে বিক্রি করে দেন, অন্যদিকে অনেকেই তা পান না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা রোধ করা যেতে পারে এবং তারপরে সবাই ওএমএস পণ্যগুলো নিতে পারবে।একটি কার্ড ব্যবহার করে সপ্তাহে একবার ওএমএস চাল কেনা যাবে।’
আরও পড়ুন: কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রির নির্দেশ প্রধানমন্ত্রীর
বাজার মূল্য কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের আবাদ শুরু হয়েছে। চাল আমদানি করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন না। তাদের ন্যায্যমূল্য দিতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে দেয়া হচ্ছে। এ মাসেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে।
৫০ লাখ পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাল পাবে।
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
৭৫৫ দিন আগে
৩৩ জেলার পৌনে ১০ লাখ মানুষ পানিবন্দী, ক্ষতিগ্রস্ত ৫৪ লাখ
অতিবর্ষণ জনিত কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ১১ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার।
১৬৮৮ দিন আগে
বন্যা: সারা দেশে ১১ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল বিতরণ
সাম্প্রতিক বন্যায় ৩৩ জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১১ হাজার ৩৩৬ মেট্রিক টন।
১৬৯১ দিন আগে
বন্যার্তদের সহায়তায় এ পর্যন্ত ৯,২২১ মেট্রিক টন চাল বিতরণ
সাম্প্রতিক বন্যায় দেশের ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরনের জন্য এ পর্যন্ত ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৯ হাজার ২২১ মেট্রিক টন চাল।
১৬৯৭ দিন আগে
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭১৪৭ মেট্রিক টন চাল বিতরণ
সরকার সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত ৭ হাজার ১৪৭ মেট্রিক টন চাল বিতরণ করেছে।
১৭০২ দিন আগে
চাল বিতরণে অনিয়মে বরখাস্ত আরও ২ ইউপি চেয়ারম্যান
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়ন এবং উপকারভোগীদের ভিজিডি কার্ড জালিয়াতির অভিযোগে ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
১৭৩১ দিন আগে
কাজের জন্য বের হওয়াদের চাল দিয়ে বাড়ি পাঠাচ্ছে নাটোর জেলা পুলিশ
কর্মের সন্ধানে বাইরে বের হওয়া নিম্ন আয়ের দরিদ্র মানুষদের চিহ্নিত করে তাদের হাতে চাল তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে নাটোর জেলা পুলিশ।
১৮০৮ দিন আগে
স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে মানিকগঞ্জে কর্মহীন শ্রমিকদের মাঝে চাল বিতরণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষ থেকে মানিকগঞ্জে কর্মহীন ১২০০ পরিবহন শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
১৮১৪ দিন আগে