চাঁদপুর সদরে চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যানের অফিসের সামনে ও বহরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। বতর্মান চেয়ারম্যান সেলিম খান ও সাবেক ইউপি চেয়ারম্যান মনা খানের লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড গুলি ছোড়ে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তানজিমুল ইসলাম ইউএনবিকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। রাতে চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে বতর্মান চেয়ারম্যান সেলিম খান ও সাবেক ইউপি চেয়ারম্যান মনা খানের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, এই ইউনিয়নে ৪ হাজার ৫০০ কার্ডধারী জেলের জন্য জাটকারক্ষা কমর্সূচির সরকারি চাল বরাদ্দ হয়। বিতরণের সময় ৪০/৫০ জন জেলের চাল কম হওয়ায় বাকবিতণ্ডা ও তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হলে সংঘর্ষ বাধে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম ইউএনবিকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠাই। এক পর্যায়ে পুলিশকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে আক্রমণকারীরা। তারা আমাদের উপর লাঠি-সোটা ও অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মারমুখী লোকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত
ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ