বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে রাজস্ব আয় বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিমানবন্দরে সেবার মান আরও বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
সোমবার (২২ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এই নির্দেশনা দেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিকারাগুয়ার নেতাদের অভিনন্দন
মন্ত্রী বলেন, বাংলাদেশে এভিয়েশন শিল্পের বাজার ক্রমাগত বাড়ছে। এই বর্ধিত বাজারের সুবিধা গ্রহণ করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয় আরও বাড়াতে চেষ্টা করতে হবে এবং তা নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যতে যাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের রাজস্ব আয় থেকেই তাদের সব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ ও সম্পন্ন করতে পারে সেই সক্ষমতা অর্জনে মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, বিমানবন্দরভিত্তিক সব ধরনের সেবা ডিজিটাইজড করতে হবে যাতে মানুষ সহজে সেবা পায় এবং তাদের দুর্ভোগ কমে আসে। বিমানবন্দরগুলোর নিরাপত্তার আন্তর্জাতিক মান ধরে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিমানবন্দরের সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ধারাবাহিক ও সময়োচিত মানব সম্পদের উন্নয়নেও এসময় জোর দেন তিনি।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর বলাকা ভবনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সঠিক সময়ে বিমান ছাড়া, দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারি দেওয়া এবং ইনফ্লাইট যাত্রী সেবা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এসময় তিনি আরও বলেন, বিমানকে যাত্রীদের আস্থার পরিবহণে পরিণত করতে সেবা বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভের ধারা অব্যাহত রাখার জন্য পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন: বিএনপি দেশে-বিদেশে গুজব ছড়িয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত: কাদের
নাহার চৌধুরীকে প্রথম বাংলাদেশি এমডি নিয়োগ দিল কোকা-কোলা
১১ মাস আগে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: বিমান সিইও
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং-এর কাজ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। প্রধানমন্ত্রী বিমানবন্দর পরিদর্শনের সময় একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং উন্নত করতে হবে এবং বিশ্বমানের হতে হবে। সেই থেকে আমরা কাজ করছি।’
সিইও শফিউল আজিম বলেন, ‘তখন থেকে নতুন যন্ত্রপাতি কিনছি। নতুন করে ১ হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনেছি, পাইপ লাইনে আছে আরও ৬০০ থেকে ৭০০ কোটি টাকার উপকরণ। আমরা জনবলও নিয়োগ দিয়েছি।’
তিনি বলেন, এতেও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। এ বিষয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে একটি প্রকল্প নিয়েও কাজ করছি, এটি এখনও চলমান।
আরও পড়ুন: অক্টোবরে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে চালু হবে ১২ বোর্ডিং ব্রিজ: বেবিচক
১ বছর আগে
দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের এমডির পরিবারের ৫ সদস্য
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পরিবারের পাঁচ জন সদস্য ও তাদের তিনজন গৃহকর্মী বৃহস্পতিবার রাতে বিশেষ বিমানে দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, পরিবারের পাঁচ সদস্যের মধ্যে রয়েছে আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে।
আরও পড়ুন: মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
তিনজন গৃহপরিচিকাও তাদের সাথে ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা বলেন, তাদের জন্য বিশেষ বিমান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা বিমানে উঠেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি অবশ্য বলেন, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা উচ্চ সতর্ক ছিলেন যাতে সায়েম সোবহান আনভীর দেশ ছেড়ে যেতে না পারেন।
সোমবার রাজধানীর একটি ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর মঙ্গলবার সায়েম সোবহানের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ঢাকার একটি আদালত।
নিহত মোসারাত জাহান মুনিয়া (২১) কুমিল্লা জেলার মনোহরপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের মেয়ে।
আরও পড়ুন: হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
লাশ উদ্ধারের পরে ভুক্তভোগীর বোন নুসরাত জাহান রাত দেড়টার দিকে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার আনভীর এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন।
তবে, বৃহস্পতিবার হাইকোর্ট আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করেননি।
৩ বছর আগে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে
কক্সবাজার ছাড়া বাকি সব অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চালু হবে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লকডাউনের সময়ে ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, তিনটি কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে। প্রথমত-অনেক প্রবাসী কর্মী বিভিন্ন জায়গা থেকে যেন আসতে পারে, দ্বিতীয়-বিভিন্ন কারখানা চালু থাকায় যাতায়াত সুবিধা এবং তৃতীয়ত-এয়ারলাইন্সগুলো অর্থনেতিকভাবে বসে যাবে যদি চালু না থাকে।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
বেবিচক চেয়ারম্যান বলেন, সীমিত পরিসরে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালাতে হবে।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে নির্দশনা জারি করে। তখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এর মধ্যে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা থাকলেও সোমবার এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
৩ বছর আগে
শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করা হবে। স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে সকল ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল নির্দেশনা মেনে সপ্তাহে ৯টি ফ্লাইট ঢাকা থেকে দুবাই, ৭টি ফ্লাইট ঢাকা থেকে মাস্কাট, ৪টি ফ্লাইট ঢাকা থেকে দোহা ও একটি ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুরে পরিচালনা করবে।
এতে বলা হয়, সরকারের নির্দেশনায় সকল আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে কোভিড ১৯ এর নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে যেসকল যাত্রীরা দেশে আসবেন প্রত্যেককেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক কিংবা হোটেলে কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
আন্তর্জাতিক প্রত্যেকটি রুটেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে। ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪ টি এয়ারক্রাফট রয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর দাবি আটাবের
করোনা মহামারিকালীন সময়ে বিশেষ ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
৩ বছর আগে
লকডাউনে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেবা
ঢাকা মার্কিন দূতাবাস দেশটির সব নাগরিককে বাংলাদেশ সরকারের সব আইন ও স্থানীয় সরকারের সব অধ্যাদেশ অনুসরণ এবং অফিসের বা ব্যক্তিগত সেলফোন পুরো চার্জ দেয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, লকডাউন চলাকালীন বুধবার থেকে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের প্রাত্যহিক সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে মার্কিন নাগরিকদের সেবা কার্যক্রম নির্ধারিত সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে বলে ইতোমধ্যে দূতাবাস জানিয়েছে।
আরও পড়ুন: লকডাউন: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ
তাৎক্ষণিক বা জরুরি সেবার প্রয়োজনে মার্কিন নাগরিকদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ([email protected]) ঠিকানায় ইমেইল করার অনুরোধ করা হয়েছে। লকডাউন তুলে নেয়ার পর দূতাবাসের সেবা কার্যক্রম আবার চালু হবে।
আরও পড়ুন: লকডাউনে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী
বাংলাদেশ সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন শুরু; প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
৩ বছর আগে
যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা
দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ সব দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ১২টি দেশ হলো আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং উরুগুয়ে।
সারা দেশে এবং বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে বেবিচক এ বিজ্ঞপ্তি জারি করে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: বিমানের উড়জাহাজের যত্ন নিন, যাত্রীসেবার মান বাড়ান: প্রধানমন্ত্রী
উল্লেখিত দেশগুলো ব্যতীত অন্যান্য দেশ থেকে আসা বিমানবন্দরের ট্রানজিট থেকে প্রস্থানকারী যাত্রীদের নতুন কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। কেননা বিদ্যমান সনদকে বাতিল হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।
তবে কোভিড -১৯ এর কোনো লক্ষণ পাওয়া গেলে তাকে তার নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
বাংলাদেশে পৌঁছাবার পর বাধ্যতামূলকভাবে সকল যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকারি বা সরকার অনুমোদিত হোটেলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী
কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে যাত্রীকে ছেড়ে দেয়া হবে।
৩ বছর আগে
বাংলাদেশ বিমানের সৌদিগামী সব ফ্লাইট বাতিল
কোভিড-১৯ সংক্রমণ রোধে সোমবার (২১ ডিসেম্বর) থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
৪ বছর আগে
রবিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহনে বাঁধা কমছে
আগামী রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ বছর আগে
ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে রবিবার
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দুই মাস স্থগিত থাকার পর আগামী রবিবার (২১ জুন) থেকে আবারও ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।
৪ বছর আগে