পুলিশ আহত
কোটা আন্দোলনে রাজধানীতে আহত ১২ পুলিশ: ডিএমপি
চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় একজন পরিদর্শকসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আহতরা হলেন- বনানী থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মহাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মিরাজ উদ্দিন, রূপনগর থানার এসআই আল মামুন ও সাইফুল ইসলাম, পিওএম সাউথ ডিভিশনের কনস্টেবল তানভীর, মাহমুদুল ইসলাম, মাহিন ইসলাম নাসিম, পিওএম নর্থ ডিভিশনের কনস্টেবল মুক্তার ও মুরাদ, মহাখালী পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান আলী ও রাশেদ এবং গুলশান ট্রাফিক বিভাগের কনস্টেবল আবদুল লতিফ।
ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবির জানান, আহতদের কেউ কেউ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, সায়েন্সল্যাব, নিউমার্কেট, মহাখালী, মিরপুর, বাড্ডা, রামপুরা, বনানীসহ বেশ কয়েকটি এলাকা অবরোধ করে।
পুলিশ ছাড়াও অন্তত ২৫ জন সাংবাদিক আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন বলে জানান ডিএমপির সহকারী কমিশনার।
৫ মাস আগে
নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
নরসিংদীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কর্মসূচিতে অংশ নিতে রেলস্টেশন থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র নয়াপল্টন
ঢাকাগামী তিতাস কমিউটার, আন্তনগর এগারসিন্দুর ট্রেনে তল্লাশি চালিয়ে এবং স্টেশন এলাকা থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, জেলা জিয়া মঞ্চের সভাপতি ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মী নাশকতা করার উদ্দেশ্যে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষার্থে গুলি ছুড়ে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, বিএনপির শতাধিক কর্মী ট্রেনে উঠতে না পেরে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। এতে তিন পুলিশ সদস্য পাথরের ঘাতে আহত হন।
তিনি আরও জানান, পরে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করে। আটকদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি
বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ পুলিশ নিহত, ৪০ জনের বেশি আহত
১ বছর আগে
সীতাকুণ্ডে আসামি বহনকারী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ পুলিশ আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি বহনকারী পুলিশের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১টার সময় উপজেলার ফৌজদারহাটের পুলিশ বক্সের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক
আহত তিন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
তিনি বলেন, চট্টগ্রাম কারাগার থেকে ২৩ জন আসামি নিয়ে পুলিশের একটি বাস ১৫ পুলিশসহ ঢাকার গাজীপুর কারাগারে যাওয়ার পথে ফৌজদারহাটের পুলিশ বক্সের কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিন পুলিশ আহত হন।
তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, বায়েজিদ-ফৌজদারহাট রোড দিয়ে আসামিসহ বাসটি ফৌজদারহাট এলাকায় আসলে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়ে উল্টে যায়।
তিনি আরও বলেন, আহত তিন কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আ. লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' শুরু আজ বিকালে
এক দফা আন্দোলন: গাবতলী থেকে পুরান ঢাকার দিকে বিএনপির পদযাত্রা শুরু
১ বছর আগে
মাগুরায় আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা চাঁদের ওপর হামলা, পুলিশ আহত
মাগুরা আদালত প্রাঙ্গণে রাজশাহী বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের ওপর উত্তেজিত জনতা হামলা করে। এসময় এসময় পুলিশের এক হাবিলদারসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ জুলাই) সকালে পুলিশ মাগুরা আদালতে করা মামলায় চাঁদকে হাজিরা দিতে আনলে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা
এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এ সময় ১৫ জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, রাজশাহী বিএনপির সমাবেশে প্রধান মন্ত্রীকে কটাক্ষ করে আবু সাঈদ চাঁদ বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান মাগুরা জুডিশিয়াল আদালতে এ মামলা করেন।
ওই মামলায় আবু সাঈদ চাঁদকে রবিবার সকালে মাগুরা আদালতে পুলিশ হাজির করলে এঘটনা ঘটে।
আবু সাঈদ চাঁদের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল জানান, মাগুরা সদর আদালতে একটি মামলায় তাকে হাজির করলে যুবলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করে।
পরে আদালতে তার জামিনের আবেদন এবং রিমান্ডের আবেদন করা হলে ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুর কবির সোমবার ১৭ জুলাই বাদীপক্ষের আইনজীবীর রিমান্ড শুনানি ও আসামিপক্ষের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করে মাগুরা কারাগারে রাখার নির্দেশ দেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, আবু সাঈদ চাঁদকে আদালতে ঢোকানোর সময় উত্তেজিত জনতা রাজাকার শ্লোগান দিয়ে জুতা স্যান্ডেল নিক্ষেপ করে।
এসময় পুলিশের হাবিলদার মফিজ রক্তাক্ত জখম হয়। পরিস্থিতি স্বাভাবিক করেতে ১৫ জনকে আটক করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সেই বিএনপি নেতার বিরুদ্ধে ফরিদপুরে মামলা
১ বছর আগে
সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে পুলিশসহ আহত ৫
সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে পুলিশ ও আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে সিরাজগঞ্জ আদালতে নেয়ার পথে শুক্রবার সকাল ১০টার দিকে পাকুরিয়া এলাকায় অটোরিকশার এক্সেল ভেঙে উল্টে পড়ে যায়। এতে দু’জন কনস্টেবল, দুই আসামি ও অটোরিকশা চালক আহত হন।
আরও পড়ুন: চোর ধরতে গিয়ে জনতার হামলায় ৪ পুলিশ আহত, ইউপি সদস্যসহ আটক ৫
ওসি জানান, আহতদের মধ্যে কামারখন্দ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেন ও আসামি মো. রাহাত আলীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ বছর আগে
চোর ধরতে গিয়ে জনতার হামলায় ৪ পুলিশ আহত, ইউপি সদস্যসহ আটক ৫
কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার হামলার শিকার হয়ে ক্যাম্প ইনচার্জসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মামুনুলের পক্ষে ফেসবুক লাইভ: কুষ্টিয়ার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
আহত পুলিশ সদস্যরা হলেন- আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান, কন্সটেবল জামিরুল ও সাইফুল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক মোটর (সেচ পাম্প) চুরি করার অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১নং ওয়ার্ড ফারাকপুর মহল্লার সামছুলের ছেলে স্বপনকে আটক করে এলাকাবাসী গণপিটুনি শুরু করে। এমন সংবাদ পেয়ে আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম
পরে সন্দেহজনক চোরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে জনতা ঘটনাস্থলেই চোরের বিচারের জোর দাবি জানান। এ সময় পুলিশ সন্দেহজনক চোরকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যেতে চাইলে বিক্ষুদ্ধ জনতা চোরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ বাঁধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে।
৩ বছর আগে
কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ২১ পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মার্কাজ পাড়া এলাকায় বাসের সাথে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে (শহর বাইপাস) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে হেফাজত-পুলিশ সংঘর্ষ: ২৮১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২১
আহতরা হলেন- পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন, পরিদর্শক মো. বেলায়েত হোসেন, এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল সৈকত, রায়হান, ওমর ফারুক, সুজন, হাসিবুল, সুমন, নাছিম, রানা, আলামিন, বিল্লাল, হৃদয়, শরিফুল, রাব্বি, শাকিল, পারভেজ, শাহনেওয়াজ বুলবুল, ইকরাম, পিকআপের চালক বিল্লাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জেলা পুলিশের রিকুজিশন করা পুলিশবাহী দুটি পিকআপ কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা-কাউতলী, ভাদুঘর-পৈরতলা-বিরাসার এলাকায় পেট্রোল ডিউটি পালন করার সময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে চালকসহ পুলিশের ২১ সদস্য আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল রেজা জানান, ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসটি অন্যায়ভাবে তার সাইড লাইন অতিক্রম করে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও এর চালক ইউসুফ আলীকে (৩৫) আটক করেছে।
৩ বছর আগে
আসামি ধরতে গিয়ে হামলায় পিরোজপুরে পুলিশের ৫ সদস্য আহত
জেলার সদর উপজেলায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলায় পুলিশের পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
৩ বছর আগে
পটুয়াখালীতে যুবলীগের হামলায় পুলিশ, সাংবাদিকসহ আহত ১০
পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন যুবলীগ সভাপতির নেতৃত্বে রবিবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় আট পুলিশ সদস্যসহ দুজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
৪ বছর আগে