ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মার্কাজ পাড়া এলাকায় বাসের সাথে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে (শহর বাইপাস) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে হেফাজত-পুলিশ সংঘর্ষ: ২৮১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২১
আহতরা হলেন- পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন, পরিদর্শক মো. বেলায়েত হোসেন, এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল সৈকত, রায়হান, ওমর ফারুক, সুজন, হাসিবুল, সুমন, নাছিম, রানা, আলামিন, বিল্লাল, হৃদয়, শরিফুল, রাব্বি, শাকিল, পারভেজ, শাহনেওয়াজ বুলবুল, ইকরাম, পিকআপের চালক বিল্লাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জেলা পুলিশের রিকুজিশন করা পুলিশবাহী দুটি পিকআপ কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা-কাউতলী, ভাদুঘর-পৈরতলা-বিরাসার এলাকায় পেট্রোল ডিউটি পালন করার সময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে চালকসহ পুলিশের ২১ সদস্য আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল রেজা জানান, ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসটি অন্যায়ভাবে তার সাইড লাইন অতিক্রম করে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও এর চালক ইউসুফ আলীকে (৩৫) আটক করেছে।