আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন শ্রমিক।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আশুলিয়ার টঙ্গীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কাউসার হোসেন টঙ্গিবাড়ির ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর এবং গুলিবিদ্ধ শ্রমিক রাসেল মিয়া ও নয়ন অন্য পোশাক কারখানার শ্রমিক।
আরও পড়ুন: আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেদর সংঘর্ষে নারী শ্রমিক নিহত
শ্রমিকরা জানায়, সকাল থেকে ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে। দুপুরে কাউসার, রাসেল ও নয়ন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন, গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত দুই জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম ব্যস্ত আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন।
পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকাল থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে তিন শ্রমিক আহত হয়।
এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে সড়ক অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ
নিরাপত্তার আশ্বাসের পরও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ