আফিফ হোসেন
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলার স্বপ্ন পূরণ হয়নি আফিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তি পত্র (এনওসি) পেলেও ভিসা ইস্যুর কারণে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলার স্বপ্ন পূরণ হয়নি আফিফ হোসেনের।
বাঁ-হাতি এই ব্যাটসম্যান কানাডা ভ্রমণের জন্য সময়মতো তার ভিসা পাননি। ফলস্বরূপ, ইভেন্টটি শেষ হওয়ার কাছাকাছি সময়ে থাকায় তিনি না যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত ৩০ জুলাই তার কানাডা যাওয়ার কথা ছিল।
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডের চলমান ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন আফিফ।
আরও পড়ুন: লঙ্কান লিগ খেলার জন্য বিসিবির সম্মতি পেয়েছেন শরিফুল
এদিকে, লিটন দাস গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিচ্ছেন এবং সাকিব আল হাসানও শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেওয়ার আগে টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয় বর্তমানে এবারের এলপিএলে খেলতে ব্যস্ত।
মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করা প্রাথমিক দলটি এ সপ্তাহে ইয়ো-ইয়ো টেস্ট খেলবে। ফিটনেস মূল্যায়নের পরে, নির্বাচক কমিটি দল চূড়ান্ত করবে, এটি ২০ বা ১৫ সদস্যের মধ্যে কমিয়ে আনবে।
আরও পড়ুন: এলপিএলে অংশ নিতে তাসকিনের এনওসি দিতে দেরি করছে বিসিবি
১ বছর আগে
প্রথম টি-টোয়েন্টি: আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় সোহানদের
দুবাইয়ে রবিবার রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ১৫৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত সাত রানে হেরে যায় আরব আমিরাত।
শেষ দিকে চিরাগ সুরি ২৪ বলে ৩৯ রান করে সংযুক্ত আরব আমিরাতের আশা বাঁচিয়ে রেখেছিলেন। এছাড়া অয়ন আফজাল খান ১৭ বলে ২৫ রান করেন।
শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ তিনটি করে উইকেট নেন।
এর আগে আফিফ হোসেনের ৫৮ বলে অপরাজিত ৭৭ রানের উপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ উইকেটে ১৫৮ রান করে বাংলাদেশ।
পড়ুন: আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ
পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েছে টাইগাররা। ইনিংস ওপেন করা সাব্বির রহমান শূন্য রানে ফিরে যান। সাব্বিরের উদ্বোধনী সঙ্গী মেহেদি হাসান মিরাজ ১৪ বলে ১২ রান করেন। এছাড়া লিটন দাস (১৩), ইয়াসির আলী (৪), এবং মোসাদ্দেক হোসেন (৩) ব্যাটিংয়ে ব্যর্থ হন।
৭৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে আফিফ ও নুরুল হাসান সোহান ৮১ রান যোগ করেন।
আফিফ সাত চার ও তিন ছক্কায় ৭৭, নুরুল ২৫ বলে দুই ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে কার্তিক মিয়াপ্পান নেন দুটি উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সিরিজ শেষে বাংলাদেশ দল ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে এবং দুই-তিন দিনের বিরতির পর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে। সিরিজে অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের পর বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।
পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের নতুন ধারা শুরুর আশা নুরুলের
২ বছর আগে
শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৯ রান করেন আফিফ হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৬ বলে ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে অপরাজিত ২৪ রান করেন।
আরও পড়ুন: ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ও করুণারত্নে দুটি করে উইকেট নেন।
এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আজ দু’দলেরই জয়ের বিকল্প নেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন করেছে।
আরও পড়ুন: এশিয়া কাপ: ৭ উইকেটে হারল বাংলাদেশ
গত ম্যাচে খেলা দুই ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাত উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বিজয় এবং নাইম ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন।
তিন বছর বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছেন সাব্বির।
আরও পড়ুন: আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
২ বছর আগে
২৭ রানে হারল বাংলাদেশ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।
কিউইদের দেয়া ১৬২ রানে লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে বাংলাদেশ। যদিও আগের চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা। দলের হয়ে অধিনায়ক টম ল্যাথাম ৫০, ওপেনার ফিন অ্যালেন ৪১, হ্যানরি নিকোলস ২০ রান করেন।
জবাবে ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। একমাত্র আফিফ ছিলেন ব্যতিক্রম। ৩৩ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন এই তরুণ। এছাড়া ওপেনার নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২৩ রান করে করেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, স্কট কুগেলিজিন, আজাজ প্যাটেল এবং জ্যাকব ডাফি এবং বেন সিয়ার্স।
আরও পড়ুন: টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
জয়ে ফিরল কিউইরা
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের
৩ বছর আগে
আবুধাবি টি১০ লিগে দল পেয়েছেন বাংলাদেশি ৬ ক্রিকেটার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবুধাবি টি১০ লিগের আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে দল পেয়েছেন বাংলাদেশি ছয় ক্রিকেটার।
৩ বছর আগে
বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে পারে সাইফ, আফিফ: মাহমুদুল্লাহ
বাংলাদেশের শীর্ষস্থানীয় অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, টাইগার দলের পরবর্তী বড় তারকা হয়ে উঠতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেন।
৪ বছর আগে
ত্রিদেশীয় টি২০ সিরিজ: বাংলাদেশকে জয় এনে দিলেন আফিফ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ইউএনবি)- খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ৫২ রানের দূর্দান্ত ইনিংস খেলে ত্রিদেশীয় টি২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিলেন আফিফ হোসেন।
৫ বছর আগে