পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।
কিউইদের দেয়া ১৬২ রানে লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে বাংলাদেশ। যদিও আগের চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা। দলের হয়ে অধিনায়ক টম ল্যাথাম ৫০, ওপেনার ফিন অ্যালেন ৪১, হ্যানরি নিকোলস ২০ রান করেন।
জবাবে ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। একমাত্র আফিফ ছিলেন ব্যতিক্রম। ৩৩ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন এই তরুণ। এছাড়া ওপেনার নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২৩ রান করে করেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, স্কট কুগেলিজিন, আজাজ প্যাটেল এবং জ্যাকব ডাফি এবং বেন সিয়ার্স।