ইউপি চেয়ারম্যান
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এরপরই ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদের ফলাফল ঘোষণার পর রবিবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় চরমপন্থী দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা
আটকরা হলেন, কাওসার হালদার, পরাজিত মিলেনুরের ভাই শেখেনুর ও নূর মোহাম্মদ ভোলার ভাই নুর হোসেন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘রবিবার বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপদি পদে নির্বাচন ছিল। এই নির্বাচনে নূর মোহাম্মদের চাচাতো ভাই মিলেনুর রহমান অংশ নিয়ে মাত্র দুই ভোট পান। প্রতিপক্ষ দেওয়ান মো. মনিরুজ্জামন পান ৯ ভোট। চেয়ারম্যান সুমন হালদার বিজয়ী মনিরুজ্জামনের পক্ষে ছিলেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর তার বন্ধু নূর মোহাম্মদ ভোলা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের বারান্দায় সুমন হালদারকে গুলি করে হত্যা করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় তার তিন সহযোগীকে আটক করে পুলিশ। তবে ঘটনার পরপরই নূর মোহাম্মদ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় সুমন হালদারকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো এলাকায় থমথমে অবস্থা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেড মাঝিকে গুলি করে হত্যা
৪ মাস আগে
প্রেমিক যুগলকে নির্যাতন: ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
চুয়াডাঙ্গায় বিয়ে বহির্ভূত প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রী ও এক পুরুষকে নির্যাতনের অভিযোগ উঠেছে আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এ সংক্রান্ত আদেশ জারি করে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আনিসুজ্জামান ওই আদেশে সই করেন।
আরও পড়ুন: বগুড়ায় হাতকড়াসহ ২ আসামির পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগ তুলে তাদের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করেন চেয়ারম্যান। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা আদালতে গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মল্লিককে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা ১ এ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়েছে যে, যেহেতু খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিকের বিরুদ্ধে দায়ের করা আলমডাঙ্গা থানার মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মামলা আমলে নিয়েছেণ। একারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯- এর ৩৪(১) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন জেলা প্রশাসক। ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপ্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে আদেশে বলা হয়েছে।
তাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসীর আহমেদ মল্লিক লাল যে অপরাধ করেছেন, তা ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। এ বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) শারমিন আক্তার বলেছেন, খাসকররা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্যও বলা হয়েছে।
মন্ত্রণালয় কারণ দর্শানোর পর সন্তুষ্ট না হলে স্থায়ী বহিষ্কারও করতে পারেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
ফেনীতে ট্রেন দুর্ঘটনা: দুই গেটম্যান বরখাস্ত
৬ মাস আগে
গাজীপুরে চাঁদাবাজি ও অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে চাঁদাবাজি ও অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে রাতভর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে চেয়ারম্যান সমর্থকরা।
১৩ ফেব্রুয়ারি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার ফরচুন ক্যাবল ইন্ডাস্ট্রিজে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে কারখানার ভেতরে ডুকে ম্যানেজার জহিরুল ইসলামকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ ১০-১২জনকে আসামি করে চাঁদাবাজি ও মানহানি মামলা দায়ের করে ফরচুন ক্যাবল ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মো. জহিরুল ইসলাম।
এই মামলায় বুধবার রাত ৯টার দিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটে মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ২
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে খোকনের কর্মী-সমর্থকরা।
এতে সড়কের দু’পাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী কয়েকশ গাড়ি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে নারীকে অপহরণের চেষ্টা, ২ যুবক গ্রেপ্তার
৯ মাস আগে
রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রংপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
এ ঘটনায় হারুন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান। পথে তার উপর অতর্কিত হামলা চালিয়ে হাতে থাকা দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করেন হারুন। পরে এলাকাবাসী চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পায়রাবন্দ বাজারসহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘাতক হারুনকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হারুনকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেজন্য পায়রাবন্দ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
১ বছর আগে
চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, ডিসিকে তদন্তের নির্দেশ
চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লিখিত মতামত পাঠানোর জন্য জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুকূলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জেসমীন প্রধানের সই করা এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলার দায়ের করা হয়। ওই অভিযোগ আদালতে গৃহীত হয়েছে কি না তা জানিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে মতামত পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
উল্লেখ্য, গত ১৭ জুন মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালায়।
প্রচারের এক পর্যায়ে নেতা-কর্মীরা মঘাদিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনগামী মিয়াপাড়া চার রাস্তার মোড়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় ও গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন আহত যুবলীগকর্মী মো. আছিফুল রহমান শাহীন বাদি হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা করেন।
আরও পড়ুন: জামালপুরে সাবেক ইউপি সদস্য খুন
চট্টগ্রামে দায়িত্বে অবহেলা করার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
১ বছর আগে
সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়
গত বুধবার জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সোমবার স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্ত করেছে।
এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: অভিযুক্ত বাবুসহ ১২ জন রিমান্ডে
নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ সোমবার স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়।
অভিযুক্ত চেয়ারম্যান বাবু বর্তমানে জেল হাজতে আছেন।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
কুড়িগ্রামে সৌখিন মাছ শিকারির খোঁচায় ১৬ কেজির বোয়াল!
১ বছর আগে
ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
ফরিদপুরের মধুখালী উপজেলায় বৃহস্পতিবার সরকারি আবাসন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে ইউএনওসহ অন্যদের ওপর হামলার ঘটনায় শুক্রবার ভোরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান রয়েছেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ফরিদপুর ও এর আশপাশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এর আগে উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার ও ইউএনওর গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
ওসি আরও বলেন, আসামিদের ধরতে আমরা অভিযান অব্যাহত রাখছি।
এদিকে হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে স্থানীয়দের হামলায় ইউএনও আশিকুর রহমান চৌধুরীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, হামলায় ইউএনও বাম চোখে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পের জন্য উপজেলা প্রশাসনের নির্বাচিত জমি খাস জমি নয়। তারা বলেন, প্রকল্পটি ব্যক্তিগত সম্পত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন নারী বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে এমন খবর পেয়ে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানায়, আনসার সদস্যরা নারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা প্রশাসনিক দলের ওপর হামলা চালালে ইউএনওসহ কয়েকজন আনসার সদস্য আহত হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এএসপি আরও জানান, এ সময় ইউএনওর গাড়িও ভাংচুর করা হয়।
আরও পড়ুন: সিলেটে আটক ৮ জনসহ ২০০ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
১ বছর আগে
নলডাঙ্গা ইউপি চেয়ারম্যানকে আ.লীগ থেকে সাময়িক বরখাস্ত
ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যার অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার রাতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানা
গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে জীবন (২১) শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সদস্য জীবন শুক্রবার দুপুর ১টা ২০মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: টিপ পরায় নারীকে হয়রানি, কনস্টেবল বরখাস্ত
এর আগে জীবনের জানাজায় অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আসাদকে দল থেকে বহিষ্কারের কথা বলেন।
২ বছর আগে
ফেনীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় দোকান কর্মচারীর ‘মৃত্যু’
ফেনীর পরশুরামে মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর নেতৃত্বে হামলায় শাহীন চৌধুরী নামে এক দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরে জলাশয় নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় নিহত ১
স্থানীয় সূত্র জানায়, নিহত শাহীন পরশুরাম বাজারের একটি দোকানে কাজ করতেন। সেখান থেকে হার্ডওয়্যারের সাত লাখ টাকার মালামাল বাকিতে কেনেন চেয়ারম্যান নুরুজ্জমানের সহযোগী হাসেম। বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের কাছে পাওনা টাকা চাইলে, তিনি ফোন করে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ডেকে আনেন। পরে হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা শাহীনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পরশুরাম থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৬
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২ বছর আগে
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঝিনাইদহের রিতু
রবিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন তৃতীয় লিঙ্গের হিজড়া প্রার্থী নজরুল ইসলাম ঋতু। বাংলাদেশের ইতিহাসে নজরুল ইসলাম ঋতুই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী, যিনি সরাসরি ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালেক জানান, ৪৩ বছর বয়সী রিতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার নজরুল ইসলাম ছানা পান ৩ হাজার ৮৪২ ভোট।
স্থানীয়রা জানান, রিতু গত ১৫ বছর ধরে ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে।
ইউএনবির সাথে আলাপকালে রিতু বলেন, ‘আমি হিজড়া হিসেবে নির্বাচনে জয়ী হয়েছি। এখন সারাজীবন আমার ইউনিয়নের মানুষের সেবা করতে চাই।’
তিনি বলেন, সরকার হিজড়া সম্প্রদায়ের সদস্যদের ভোটের অধিকার এবং বিভিন্ন সুযোগ দিয়েছে। ‘ট্রান্সজেন্ডার হওয়ার জন্য আমার কোন দুঃখ নেই।’
‘আ.লীগ সমর্থিত প্রার্থী ও তার সমর্থকরা আমাকে নানাভাবে বাধা দিয়েছে। তবে প্রশাসনের কারণে সুষ্ঠু নির্বাচন হয়েছে,’ বলেন তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু
এর আগে কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী সাদিয়া আক্তার পিংকী সরাসরি ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া ১৩ নভেম্বর খুলনা জেলার ডুমুরিয়ার ছয় নম্বর মাগুরাঘোনা ইউনিয়নের নারী সংরক্ষিত সদস্য পদে তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি (৪৩) ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।
২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদের ভোটাধিকার দেয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
অঅরও পড়ুন: লক্ষীপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
ডুমুরিয়ায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শাহিদা
২ বছর আগে