গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে চাঁদাবাজি ও অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে রাতভর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে চেয়ারম্যান সমর্থকরা।
১৩ ফেব্রুয়ারি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার ফরচুন ক্যাবল ইন্ডাস্ট্রিজে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে কারখানার ভেতরে ডুকে ম্যানেজার জহিরুল ইসলামকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ ১০-১২জনকে আসামি করে চাঁদাবাজি ও মানহানি মামলা দায়ের করে ফরচুন ক্যাবল ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মো. জহিরুল ইসলাম।
এই মামলায় বুধবার রাত ৯টার দিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটে মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ২
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে খোকনের কর্মী-সমর্থকরা।
এতে সড়কের দু’পাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী কয়েকশ গাড়ি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে নারীকে অপহরণের চেষ্টা, ২ যুবক গ্রেপ্তার