উখিয়া সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ এবং এক রোহিঙ্গাকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শরীফ হোসেন (২১) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোড়ায় অভিযান চালায়। মিয়ানমার থেকে বাংলাদেশে সস্তায় সিনথেটিক ড্রাগ পাচারের চেষ্টা করার সময় শরীফকে এক লাখ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
শরীফ এবং জব্দ ইয়াবা ট্যাবলেট উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সাইফুল।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড