কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিজিবি-২ এর একটি দল নাফ নদীর ধারে ৪ জন ব্যক্তিকে কয়েকটি ব্যাগ নিয়ে যেতে দেখলে দাওয়া করেন।
পরে বিজিবি সদস্যরা ব্যাগগুলো থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
অপর একটি ঘটনায় একই বিজিবি দল জালিয়াপাড়া পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করে।
পরে বিজিবি সদস্যরা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ০৫৯ কেজি ক্রিস্টাল মেথ ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ