ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৯৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭০টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪। আক্রান্তের হার ৫২.৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।
আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা যান।
আরও পড়ুন: টিকা পরীক্ষার বানর ধরতে গিয়ে ‘লাঞ্ছিত’ পাঁচ!
মৃতদের মধ্যে ফরিদপুরের নাজমা (৪০), মনোয়ারা বেগম (৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান (৮০), রওশন আলী (৮৫) ও দেলোয়ার হোসেন (৬০), মাদারীপুরের শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮), রাজবাড়ীর রেজাউল হাসান (৪৫) ও মজিবুর রহমান (৫৯) এবং ঝিনাইদাহের হিমলা বিশ্বাস (৭৯)।
আরও পড়ুন: সরকারি নির্দেশনা অমান্য করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়র আতিকের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন।