রাজধানীর পল্টন এলাকা থেকে মঙ্গলবার রাতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- মনসুর আহমেদ (৩৩) ও মহসিন চৌধুরী (৫৫)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: চোরাই মোবাইল সেট বিক্রিকারীদের গ্রেপ্তার করা হবে: ডিএমপি
ব্রিফিংকালে মঈন বলেন, আটকরা দেশের প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাবি করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চুক্তির প্রলোভন দেখিয়ে ঠিকাদার ও নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তাদের কাছ থেকে কিছু নথি জব্দ করেছে র্যাব।
র্যাব পরিচালক বলেন, ‘সিন্ডিকেটে ৫/৭ জন সদস্য রয়েছে এবং মনসুর সিন্ডিকেটের প্রধান। মনসুর জমির দালাল ছিলেন,পরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি পান।’
মনসুর সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাইফুলের সহায়তায় সিন্ডিকেট তৈরি করে মানুষকে প্রতারণা করতেন।
আরও পড়ুন: রাজধানীর মার্কেট থেকে ২১৩টি অবৈধ হ্যান্ডসেট জব্দ, আটক ৬