বেনাপোল স্থলবন্দরে পাসপোর্ট যাত্রীদের হয়রানি ও প্রতারণা করে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশ ছয় প্রতারককে আটক করেছে।
তারা হলেন বেনাপোলের সাদীপুর গ্রামের মোস্তফা মোড়লের ছেলে ইয়াছিন, মোশাররফ হোসেনের ছেলে জসিম উদ্দিন ও আজিজ সরদারের ছেলে পাভেল সরদার এবং দুর্গাপুর গ্রামের আকমত আলীর ছেলে শফিকুল ইসলাম, চাঁদ আলীর ছেলে লুলু সরদার ও আব্বাসের ছেলে মোসলেম হোসেন রকি।
বুধবার যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বেনাপোল বন্দরে পাসপোর্ট যাত্রীদের হয়রানি ও সহজে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। পুলিশ বিষয়টি জানতে পেরে তাদের আটকে অভিযান শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানসহ পুলিশের অন্য কর্মকর্তরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।