বাগেরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৯ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২৯টি মামলা দায়ের করা হয়।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ৪ জনের জরিমানা
এদিকে বাগেরহাটে দুদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে ১৫ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৩৩ শতাংশে। এই সময়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত রবিবার (৩০ জানুয়ারি) বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ৬৮ শতাংশ।
মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটে করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ৪৮০ জন। জেলায় এই পর্যন্ত মারা গেছে ১৪৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৯৪৫ জন।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাগেরহাট জেলায় সব ধরণের সভা, সমাবেশ, সামজিক অনুষ্ঠান এবং জনসভাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে শহর-বন্দর, গ্রাম থেকে সর্বত্রই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: বাগেরহাটে একজনের জেল, ৪৯ জনের জরিমানা
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, দুই দিনের ব্যবধানে বাগেরহাটে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এই মুহূর্তে বাগেরহাটে করোনা আক্রান্ত ১৫ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ রোধ করতে জেলার সর্বত্রই ব্যাপকভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।