ফ্লোরিডা
ফ্লোরিডায় সমুদ্র সৈকতের কাছে গুলি, আহত ৯
ফ্লোরিডার হলিউডে একটি সমুদ্র সৈকত ভ্রমণ এলাকায় বন্দুকধারীর গুলিতে ৯জন আহত হয়েছেন।যেখানে স্মৃতি দিবসে জনাকীর্ণ সৈকতে লোকজন উন্মত্তভাবে ছুটে যায়।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেচি বলেছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মেমোরিয়াল হেলথকেয়ার সিস্টেমের মুখপাত্র ইয়ানেট ওবারিও সানচেজের মতে, আহত ৯জনের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু রয়েছে। তিনি বলেন, আহতদের সবার অবস্থা স্থিতিশীল।
বেটিনেচি বলেন, এক থেকে ১৭ বছর বয়সী চারটি শিশু এবং ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, গত সোমবার একজনের অস্ত্রোপচার করা হয়েছিল এবং অন্যরা স্থিতিশীল ছিল। হাসপাতালটি একজন ১৭ বছর বয়সীকে প্রাপ্তবয়স্ক হিসাবে গণনা করছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
বেটিনেচি জানান, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে গুলি চালানো হয়। মারামারি শুরু হয়, অন্তত একটি বন্দুক টানা হয় এবং গুলি চালানো হয়। অন্তত একজনকে হেফাজতে রাখা হয়েছে, তবে পুলিশ আরও সন্দেহভাজনকে খুঁজছে।
পুলিশ প্রধান ক্রিস ও'ব্রায়েন বলেন, হাজার হাজার লোক ওই এলাকায় ছিল এবং কয়েক ডজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এসেছিল, যাদের মধ্যে কয়েকজন কাছাকাছি ছিলেন।
তিনি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে আমাদের আইন মেনে চলা নাগরিকরা আছে যারা আমাদের সমুদ্র সৈকতে আসে এবং এটি একদল অপরাধীর দ্বারা বাধাগ্রস্ত হয়।’
হলিউড ওশানফ্রন্ট ব্রডওয়াকে একটি কনভেনিয়েন্স স্টোর, একটি বেন অ্যান্ড জেরির আইসক্রিম স্টোর এবং একটি সাবওয়ে স্যান্ডউইচের দোকানের কাছে গুলির ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত ৩
আলভি কার্লটন স্কট-৩ বলেছিলেন যে তিনি সৈকতে ছিলেন যখন তিনি হঠাৎ অসংখ্য গুলির শব্দ শুনতে পান। তিনি বলেছিলেন যে তিনি একটি গাছের আড়ালে লুকিয়েছিলেন এবং তারপর একজন পুলিশ অফিসার লোকদের সরে যেতে বলার পরে এলাকা ছেড়ে পালিয়ে যান।
জেমি ওয়ার্ড, যিনি ব্রডওয়াকেও ছিলেন, বলেছিলেন যে বেশ কয়েকজন যুবক দোকানের সামনে লড়াই করছিল যখন একজন বন্দুক টেনে গুলি চালালেনা শুরু করে।
সোমবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে জরুরি চিকিৎসা কর্মীরা এগিয়ে আসছেন দিচ্ছেন এবং একাধিক আহত ব্যক্তিকে সহায়তা দিচ্ছেন।
পুলিশ বলেছে তদন্ত অব্যাহত থাকায় অফিসারদের ব্যাপক উপস্থিতি থাকবে। আধিকারিকরা পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য একটি এলাকাও সেট করেছেন।
হলিউডের মেয়র জোশ লেভি এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের গুলির শিকারদের সাহায্য করার জন্য তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ভাল সামারিটান, প্যারামেডিক, পুলিশ এবং জরুরি কক্ষের ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ।’
হলিউড বিচ হলো একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্যস্থল ফোর্ট লডারডেলের প্রায় ১১ মাইল (১৭ কিলোমিটার) দক্ষিণে এবং মিয়ামি থেকে ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তরে। স্মৃতি দিবসের ছুটির কারণে সমুদ্র সৈকতে স্বাভাবিকের চেয়ে বেশি দর্শনার্থী দেখার আশা করা হয়েছিল।
আরও পড়ুন: কলাম্বাইন থেকে ন্যাশভিল: যুক্তরাষ্ট্রে স্কুলে গণবন্দুক হামলায় নিহত ১৭৫
১ বছর আগে
ঘূর্ণিঝড় ইয়ান: ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
পুনরায় শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়ান। প্রলয়ঙ্কর এই ঝড়ের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
ইয়ানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি বলে অনুমান করা হচ্ছে। চলতি সপ্তাহের বেশির ভাগ সময় ধরে মানুষকে আতঙ্কে রাখা এই আটলান্টিক মহাসাগরের উষ্ণস্রোতে শক্তি সংগ্রহ করে দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানার আগে পশ্চিত কিউবায়েআঘাত হানে এবং ফ্লোরিডায় তাণ্ডব চালায়।
সপ্তাহের শুরুতে ফ্লোরিডার উপসাগরীয় উপকূল অতিক্রম করার তুলনায় শুক্রবার অনেক দুর্বল বাতাসসহ ইয়ানের কেন্দ্রস্থল দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে উপকূলে এসে আঘাত হানে।এর ফলে চার্লসটনের ডাউনটাউন উপদ্বীপের অনেক এলাকা ডুবে গেছে। এতে উপকূল বরাবর মাইর্টল সমুদ্র সৈকতের দুটি সহ মোট চারটি জেটি ক্ষতিগ্রস্ত হয়।
অনলাইনে ক্যামেরাগুলোতে দেখা গেছে যে গার্ডেন সিটির আশেপাশের অঞ্চলে সমুদ্রের পানি প্রায় হাঁটু পর্যন্ত উঠেছে।
আরও পড়ুন: আটলান্টিক কানাডা উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ফিওনা
ইয়ান শুক্রবার সন্ধ্যায় উত্তর ক্যারোলিনা যাওয়ার পথে দক্ষিণ ক্যারোলিনা পার হওয়ার সময় ঘূর্ণিঝড় থেকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
এর আগে ইয়ান ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং এর উভয় উপকূল প্লাবিত করে। এতে বেশকিছু বাড়ি ধসে যায় এবং সমুদ্র সৈকতের পাড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি অন্তত ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে।
দুর্যোগ মডেলিং ফার্ম কারেন ক্লার্ক অ্যান্ড কোম্পানির মতে, হারিকেন ইয়ান সম্ভবত ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি করেছে। যার মধ্যে ছয় হাজার ৩০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদের ব্যক্তিগত বীমা করা আছে। সঠিক সংখ্যাটি উঠে আসলে ইয়ান হবে মার্কিন ইতিহাসে চতুর্থ ব্যয়বহুল ঘূর্ণিঝড়।
আরও পড়ুন: বন্যা বা ঘূর্ণিঝড়ের পূর্বেই যেসব খাবার সংরক্ষণ করা জরুরি
প্রিয়জনকে শনাক্ত ও উদ্ধার করতে মরিয়া হয়ে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের ফোন নম্বর, ঠিকানা ও ছবি অনলাইনে শেয়ার করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে দেয়া ভাষণে কবলেন, তিনি জীবন বাঁচাতে ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা পাঠাতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘এর পুনর্নির্মাণ কাজ করতে কয়েক মাস থেকে বছর লাগবে। আমি শুধু ফ্লোরিডার জনগণকে জানাতে চাই, আপনারা যে কষ্টের মধ্যদিয়ে যাচ্ছেন তা আমরা দেখছি এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮ শিশুসহ নিহত ১৩
২ বছর আগে
ফ্লোরিডায় ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ২৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন।
তবে ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিয়ামি অগ্নিনির্বাপক দলের সহকারী ফায়ার চিফ রেইড জাদাল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যাবেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১১৭ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: ফ্লোরিডায় ১২ তলা ভবন ধসে বহু হতাহতের আশঙ্কা
কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ১২ দিন পরও ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে সময় গড়ানোর সাথে সাথে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বরে তারা জানিয়েছেন।
মিয়ামির অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য ম্যাগি কাস্ত্রো বলেন, ‘আমরা জানি দিন যত যাচ্ছে মানুষগুলোর বাঁচার সম্ভাবনা কমে আসছে।’
আরও পড়ুন: কানাডার আরেকটি আদিবাসী স্কুলে গণকবরের সন্ধান
২৪ জুন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে তখনই আশঙ্কা করা হয়েছিল।
ওই সময় ভবনটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে।
আরও পড়ুন: কারাগারে ‘আত্মহত্যা’ করলেন অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি
৩ বছর আগে
ফ্লোরিডায় ১২ তলা ভবন ধসে বহু হতাহতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে।
মায়ামির দমকল বাহিনী জানায়, উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ৮০টি দমকল বাহিনীর গাড়ি পাঠিয়েছে তারা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো মারা গেছেন
দেশটির পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।
কর্মকর্তাদের আশঙ্কা, ভবন ধসে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে উঠতে পারে বলে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন।
তবে ধ্বংসস্তূপে ঠিক কত জন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কানাডার আরেকটি আদিবাসী স্কুলে গণকবরের সন্ধান
সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’
কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কারাগারে ‘আত্মহত্যা’ করলেন অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’
প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
৩ বছর আগে
হোয়াইট হাউজ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউজ ছেড়ে গেছেন। পেছনে রেখে গেছেন বিশৃঙ্খলা ও গণ্ডগোলের উত্তরাধিকার এবং তিক্তভাবে বিভক্ত এক জাতি।
৩ বছর আগে
ফ্লোরিডায় ট্রাম্পের জয়, অন্যান্য জায়গায় বাইডেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই
যুক্তরাষ্ট্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং নির্বাচনে প্রার্থীদের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ বছর আগে
স্কুল চালুর পর মার্কিন শিশুদের করোনা আক্রান্ত হওয়া ৩৪ শতাংশ বেড়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুল আবার চালু হওয়ার পর থেকে শিশুদের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে বলে বুধবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজ্যে আগস্টের শুরুতে স্কুলগুলো আবার চালু হওয়ার পর থেকে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার ৫১৩ শিশুর করোনা শনাক্ত হয়েছে, যাতে বৃদ্ধির হার ৩৪ শতাংশেরও বেশি। তবে এ শিশুদের মধ্যে কতজন স্কুলে বা স্কুলের বাইরে থেকে আক্রান্ত তা স্পষ্ট নয়, খবর সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রাজ্যের বেশ কিছু স্কুল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। রাজ্যের বেশির ভাগ অংশের অভিভাবকরা জানেন না করোনাভাইরাস প্রাদুর্ভাবের সাথে তাদের স্কুলগুলোর সম্পর্ক রয়েছে কি না। কারণ কিছু কাউন্টিকে স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য গোপন রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাস্ক পরা উচিত কি না সেই সিদ্ধান্ত নেয়া কাউন্টিগুলোর ওপর ছেড়ে দিয়েছিল রাজ্য। কিছু কাউন্টি তা মেনেছে, তবে অনেকে তা করেনি।
সরকারি তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত রাজ্যে মোট ৬ লাখ ৫২ হাজার ১৪৮ করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জুলাই থেকে ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে।
৪ বছর আগে
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়াল
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে, খবর সিনহুয়া।
৪ বছর আগে
যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন: ফাউসি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই’ জানিয়ে দেশটির শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউসি মঙ্গলবার বলেছেন, এ অবস্থা চলতে থাকলে দেশটিতে প্রতিদিন এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
৪ বছর আগে