চার বছর ক্ষমতায় থাকা ট্রাম্প অফিস ছাড়লেন দুইবার অভিশংসন, লাখো মানুষের কাজ হারানো এবং করোনাভাইরাসে চার লাখ মৃত্যুর দায় মাথায় নিয়ে। তার নেতৃত্বে রিপাবলিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
ট্রাম্পকে সারা জীবনের জন্য মনে রাখা হবে তার মেয়াদের চূড়ান্ত বড় ঘটনা পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিল দখলে বিদ্রোহীদের উস্কে দেয়ার জন্য। যে ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ প্রাণ যায় মোট পাঁচজনের আর আতঙ্কিত হয়ে উঠে পুরো দেশ।
আরও পড়ুন: যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী বার্তায় ট্রাম্প
ট্রাম্পের ক্ষমতা ছাড়ার দিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
হোয়াইট হাউজের দক্ষিণ প্রাঙ্গণ থেকে মেরিন ওয়ানে চড়ে বসার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি এক দুর্দান্ত সম্মান, এ সম্মান আজীবনের...আমরা আমেরিকান জনগণকে ভালোবাসি এবং পুনরায় বলছি, এটি ছিল খুবই বিশেষ কিছু। আর আমি বিদায় বলতে চাই তবে আশা করি এটি দীর্ঘ সময়ের বিদায় হবে না। আমাদের পরস্পরের আবারও দেখা হবে।’
যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে ট্রাম্প হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি তার উত্তরসূরির শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করছেন। ট্রাম্প অভিযোগ করে যাচ্ছেন যে তার কাছ থেকে জয় ছিনিয়ে নেয়া হয়েছে। কিন্তু নিজের দল, প্রশাসন ও তার নিয়োগ করা অনেক বিচারক এ যুক্তি মেনে নেননি। তারপরও ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত কোনো প্রতীকী প্রচলিত অনুষ্ঠানে অংশ নিতে চাননি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউজে দাওয়াত দেননি।
আরও পড়ুন: বাইডেনের অভিষেক: হামলার শঙ্কায় নজরদারিতে থাকবে ওয়াশিংটনে আগত সৈন্যরা
কয়েক লাখ অভিবাসীকে নাগরিকত্বের মর্যাদা দিতে যাচ্ছেন বাইডেন
অভিবাসীদের ৮ বছরের মাঝে নাগরিকত্ব দিতে বিল আনছেন বাইডেন
মেরিন ওয়ানে করে ট্রাম্প জয়েন্ট বেইজ অ্যান্ড্রোজে পৌঁছান। সেখানে পার্ক করা ছিল প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান। বিমানে ট্রাম্পের আরোহনের পথে বিছানো ছিল লাল গালিচা। এ সময় মার্কিন সেনাবাহিনীর কামানে ২১ বার তোপধ্বনি দিয়ে প্রেসিডেন্টকে সালাম জানানো হয়।
জয়েন্ট বেইজ অ্যান্ড্রোজে শত শত সমর্থক ট্রাম্পকে অভিনন্দন জানান। সেখান থেকে ট্রাম্প অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে ফ্লোরিডার প্লাম বিচে তার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাবে রওনা দেন। সেখানে তিনি হোয়াইট হাউজের সাবেক কয়েকজন সহকারীসহ অবসর কাটাবেন।