পূজা মণ্ডপ
ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বরাদ্দকৃত ২০০ বস্তা সরকারি চাল পাচারের সময় জব্দ করা হয়েছে। এ সময় সোহেল নামে এক নসিমন চালককে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা খাদ্য গুদামের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপপুলিশ পরিদর্শক মো. আবু সহিদ বলেন,সন্দেহজনকভাবে সোহেলকে আটক করে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: খুলনার ‘নিখোঁজ’ রহিমা ১৭ সেপ্টেম্বর থেকে ফরিদপুরে ছিলেন: পুলিশ
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান এ ব্যাপারে বলেন,‘আমি ঘটনা জানার পর ওসির সঙ্গে কথা বলেছি। ওসি আমাকে জানিয়েছেন আটককৃত সোহেল ওসির নিকট স্বীকার করেছেন তিনি ওই চাল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে কিনেছেন। তবে এ ঘটনা তদন্ত সাপেক্ষে যেই দোষী হোক,তাকে ছাড় দেয়া হবে না।’
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, ‘তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আলফাডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক সোহেলকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থী সাজেদা চৌধুরীর ছেলে লাবু চৌধুরী
ফরিদপুর চাঁদাবাজির অভিযোগে ৩ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার
২ বছর আগে
পূজায় ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম।
৪ বছর আগে
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
বাগেরহাট, ০৮ অক্টোবর (ইউএনবি)-মর্ত্যলোকে পাঁচ দিনের পূজাঅর্চনা আর ভক্তকুলের আরাধনায় সিক্ত হয়ে দেবী দুর্গা কৈলাসে ফিরে গেছেন।
৫ বছর আগে
দুর্গাপূজা: কুমিল্লায় ৮০৯টি পূজা মণ্ডপের প্রস্তুতি চলছে
কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর (ইউএনবি)-হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের জন্য কুমিল্লা জেলার মহানগরীসহ ১৭টি উপজেলায় ৮০৯টি পূজা মণ্ডপে প্রস্তুতি চলছে।
৫ বছর আগে