চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।
এ নিয়ে দুই দিনে ৩ দফায় সংঘর্ষে ঘটনা ঘটলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস বলেন, ঘটনার সূত্রপাত বুধবার দিবাগত রাতে। এরপর ঘটনা গড়ায় হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় দুটি পক্ষই দোষারোপ করছে একে-অপরকে।’
আরও পড়ুন: চবিতে প্রথম আলোর প্রতিনিধির উপর ছাত্রলীগের হামলার অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দু’পক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।
চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের অন্তত ৯ নেতা–কর্মী আহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে ফের তারা সংঘর্ষে জড়ায়।
এর আগে বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে দুই দফা সংঘর্ষে জড়ায় তারা। ওই দুই দফা সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতা–কর্মী আহত হন।
আরও পড়ুন: চবিতে আবারও ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ