তারা একই মাঠে রবিবার বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় শিরোপার জন্য ভারতের মুখোমুখি হবে।
গ্রুপ বি চ্যাম্পিয়ন ভারত শুক্রবারের অপর সেমিফাইনালে মালদ্বীপকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে।
রবিবার বিকালের ফাইনালের আগে বেলা সোয়া ১১টায় ভুটান ও মালদ্বীপের মাঝে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
গ্রুপ বি রানার্সআপ বাংলাদেশ প্রথম সেমিফাইনালে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে। দলের হয়ে তানভির হোসেন, মারাজ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও দীপক রায় একটি করে গোল করে।
রক্ষণভাগের খেলোয়াড় তানভিরের হেড থেকে ১৬তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। জবাবে অপরাজিত গ্রুপ এ চ্যাম্পিয়ন ভুটান আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে ২৭তম মিনিটে পাল্টা আক্রমণে ফাহিম বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের।
তিন মিনিট পর বাংলাদেশের একটি সুযোগ ব্যর্থ করে দেন ভুটানের গোলরক্ষক তেনজিং দর্জি। কিন্তু ৩২তম মিনিটে আক্রমণভাগের মারাজ দূর পাল্লার শট নিয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেন। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরে আসে ভুটান এবং তাদের আক্রমণাত্মক ফুটবল কিছু সুযোগও তৈরি করে। কিন্তু সেগুলোর সুফল নিতে পারেনি তারা।
বাংলাদেশ পাল্টা-আক্রমণ বজায় রেখে অতিরিক্ত সময়ে (৯০-২ মিনিট) শেষ গোলটির দেখা পায়। বদলি খেলোয়াড় দীপকের লম্বা শটে বল খুঁজে পায় জাল।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের মূল কোচ অ্যান্ড্রু পিটার টার্নার বলেন, ‘আমরা ম্যাচে পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এবং ছেলেরা আজ ভুটানের বিরুদ্ধে ভালো নৈপুণ্য দেখিয়েছে।’