নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এরইমধ্যে তার কাজ দিয়ে দর্শকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন। গল্প ভাবনার ক্ষেত্রে নিজের ভিন্নতার ছাপ রাখার চেষ্টাও তার বরাবরের মতো থাকে। আর তাই কাজের স্বীকৃতি হিসেবেও পেয়েছেন বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার।
জনপ্রিয় এই নির্মাতার সফলতার মুকুটে যোগ হলো নতুন দুটি আন্তর্জাতিক স্বীকৃতি। গত বছর ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে আয়োজিত হয় ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই দুই উৎসবে পুরস্কার পায় মাবরুর রশীদ বান্নাহর ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’ ও ‘সুইপার ম্যান’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।
‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আশ্রয়’ ৫ ক্যাটাগরিতে ৭টি পুরস্কার জিতে নেয়। এছাড়াও ‘মায়ের ডাক’ পুরস্কার পায় ৫ ক্যাটাগরিতে ৭ টি। আর ‘সুইপার ম্যান’ ৫ ক্যাটাগরিতে ৫ টি পুরুস্কার পায়।
অন্যদিকে ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আশ্রয়’ ৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ৩টি। ‘মায়ের ডাক’ ৩টি ক্যাটাগরিতে পায় ৪টি এবং ‘সুইপার ম্যান’ ২ ক্যাটাগরিতে জিতে নেয় ২টি পুরস্কার।
দুই ফিল্ম ফেস্টিভ্যালে সারা পৃথিবী থেকে প্রতিযোগিতার জন্য প্রায় এক হাজারের বেশি ফিল্ম জমা পড়ে। তার মধ্যে তিনটি চলচ্চিত্র এই ২টি ফেস্টিভ্যালে ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। আর এতে বেশ উচ্ছ্বসিত নির্মাতা।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
তিনি ইউএনবিকে বলেন, ‘খুব আনন্দ লাগছে। খানিকটা অবাকও হয়েছি। কারণ এতটা সাড়া চিন্তাও করতে পারিনি। অনলাইনেই সিনেমাগুলো সাবমিট করেছিলাম। কিন্তু ভাবতেও পারিনি এমন দুটি উৎসবে আমার কাজগুলো স্বীকৃতি নিয়ে আসবে। ভাবতে পারিনি চেনা নেই, জানা নেই বিদেশিরা আমাদের কাজ দেখে ভূয়সী প্রশংসা করে স্বীকৃতির বন্যা বইয়ে দেবে! আন্তর্জাতিক অঙ্গনে কাজগুলোর এতটা সাড়া ভাবতেও পারিনি।’
মাবরুর রশীদ বান্নাহ আরও জানান, গত বছর ডিসেম্বরে অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মহামারির কারণে সেখানে তার উপস্থিত হওয়া হয়নি। তবে তার অর্জন ঘরে এসে পৌঁছেছে সম্প্রতি। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো স্বীকৃতি গত ২৪ ফেব্রুয়ারি বান্নাহর হাতে এসে পৌঁছায়।
পুরস্কার প্রসঙ্গে বান্নাহ আরও বলেন, ‘কাজের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা জোগায়। আমার ধন্যবাদের লিস্ট অনেক বিশাল হবে। আমাকে যিনি এক প্রকার জোর করে ঠেলে ঠেলে ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে পাঠাচ্ছেন সেই অমর ব্যানার্জি। সম্মানিত জুরি বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা। আমি আমার কাজের স্বীকৃতিগুলোকে উৎসর্গ করতে চাই বাংলাদেশের সকল ফিল্ম এক্টিভিস্ট, ফিল্ম লাভার ও দর্শকদের উদ্দেশ্যে।
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী