সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবি কানু রায় শর্মা বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানাগেছে, নগরীর ইপিজেড এলাকার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘কম্পিউটার ওয়ার্ল্ডের’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জসিম উদ্দিন। প্রতিষ্ঠানের মালিক প্রবাসী হওয়ার কারণে মালিকের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করে ইপিজেড এলাকাতেই কম্পিউটার ডিবিআইটি ভিলেজ ও ফাহাদ ইলেকট্রনিক নামে নিজেই দুটি প্রতিষ্ঠান খুলে বসেন।
পরে অর্থ আত্মসাতের ঘটনাটি জানাজানি হলে আদালতে মামলা করেন কম্পিউটার ওয়ার্ল্ডের মালিক মোহাম্মদ আলমগীর। প্রবাসী আলমগীরের পক্ষে তার বড় ভাই মো. সামশুদ্দিন মামলার কার্যক্রম পরিচালনা করেন। পরে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দায়িত্ব দেন।
এই ঘটনায় ১০ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরওয়ার জাহান জসিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
প্রতিষ্ঠানের মালিকপক্ষ থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও দীর্ঘ তদন্তের পর পিবিআই অভিযুক্ত কর্মচারী জসিম উদ্দিনের বিরুদ্ধে ৩৯ লাখ ২০ হাজার ৫২৯ টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।