‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক পর্যটকের কল পেয়ে বঙ্গোপসাগরের পারকী উপকূলের বিকল নৌযানের ১০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছে দিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।
রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতের কাছে থেকে জাহিদুল ইসলাম নামে বিকল নৌযানের এক পর্যটক যাত্রী ৯৯৯ নম্বরে কল করে জরুরি উদ্ধার সহায়তা চান।
রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি ইঞ্জিনচালিত নৌযানে করে নারী, শিশুসহ অন্তত ১০০ জন পর্যটক গত ৩১ ডিসেম্বরে সাগরপথে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। একদিন সেখানে অবস্থানের পর গত ১লা ডিসেম্বর তারিখে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর আসার পর তাদের নৌযান বিকল হয়ে পড়ে এবং তাদের নৌযানের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এসময় নৌযানের একজন যাত্রী জাহিদুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন করে তাদের বিপদের কথা জানান এবং উদ্ধার সহায়তা কামনা করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
তিনি আরও জানান, সে সময় কলার তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। তিনি শুধু জানাতে পেরেছিলেন চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতের কাছাকাছি আছেন তারা।
৯৯৯ কলটেকার কনস্টেবল রাজেশ কুমার রায় এই কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল রাজেশ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানান।
কোস্ট গার্ড উদ্ধারকারী দল কলারের সঙ্গে কথা বলে চট্টগ্রাম কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে রওনা দেয়। অবশেষে পারকী উপকূলের সন্নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে বিকল নৌযানের নারী ও শিশুসহ প্রায় ১০০ জন পর্যটক ও বিকল নৌ যানটিকে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছে দেয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী নারীকে উদ্ধার করল পুলিশ