জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সমুদ্রে ভাসতে থাকা বিকল নৌযানের এক মৎস্যজীবীর ফোন কলে বঙ্গোপসাগর থেকে ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। বিকল নৌযানটি ভাসানচরের কাছাকাছি ঠেঙ্গারচরের নিকটবর্তী জায়গায় বিকল হয়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় ৯৯৯ নম্বরে ইব্রাহীম নামের একজন কলার ভাসানচরের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ফোন করে জানান, তিনি সহ মোট পনের জন মৎস্যজীবী তিন দিন আগে আগষ্টের দশ তারিখ রাত বারোটার পরে একটি ফিশিং ট্রলার যোগে মাছ ধরার জন্য ভোলার চরফ্যাশন থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিলেন।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
বুধবার দুপুরের দিকে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিন ঠিক করতে পারেননি। মোবাইল ফোন নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেননি। এরপর তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন।
একদিন বিকল নৌযানে সাগরে ভাসামান অবস্থায় বৃহস্পতিবার বিকেলে অবশেষে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে ইব্রাহীম ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কলার আরও জানান তারা এখন উপকূল থেকে গভীর সমুদ্রের আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ কি.মি. দূরত্বে আছেন।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে ভাসান চর থেকে কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা হয় সমুদ্রে বিকল নৌযান চিহ্নিত করার জন্য। অবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোষ্টগার্ড বিকল নৌযানটিকে খুঁজে পায় এবং বিকল নৌযানটি সহ পনের জন জেলেকে উদ্ধার করে নিরাপদে ভাসানচরে নিয়ে আসা হয়েছে।