বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ঈদের আগেই গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি বিএনপির
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগে দলের আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিএনপি নেতারা জামিনের জন্য আদালতে হাজির হন। এরপর শেখ হাসিনার 'আজ্ঞাবহ আদালত' তাদের কারাগারে পাঠান।
তিনি বলেন, ‘বাকশাল-২ (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) সরকারের জুলুম-নির্যাতনে জনগণ কষ্ট পাচ্ছে। দেশে সভা-সমাবেশ করার সব সুযোগ-সুবিধা শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগই ভোগ করছে। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর এটা করার অধিকার নেই।’
তারা নির্বাচনি প্রক্রিয়াকে কলুষিত করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী সন্ত্রাস তার সীমা ছাড়িয়ে গেছে।
রিজভী বলেন, ‘গণতন্ত্রের মূলনীতিকে কবর দিয়ে আওয়ামী লীগ দেশকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় মানুষের মন থেকে ঈদের আনন্দের অনুভূতি উধাও হয়ে গেছে।'
তিনি আরও বলেন, বিশেষ করে এবারের ঈদ মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য নিরানন্দের।
তিনি বলেন, ‘দেশের সর্বত্র নির্যাতন, ডাকাতি হচ্ছে। রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগ জুলুম-নির্যাতন, গুম, হত্যা, বিরোধী দলের বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা দায়ের অব্যাহত রেখেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দেড় লাখ মিথ্যা মামলা দিয়েছে।
৬ মাস আগে
বাংলাদেশকে অন্য দেশের অধীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে প্রতিবেশী দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধীনতার দিকে ঠেলে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থদের মাঝে ঈদের বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, 'আমাদের নিজস্ব সংস্কৃতি দমনের চেষ্টা করছে তারা।’
রিজভী আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা সাধারণত নিকটাত্মীয়, গরিব ও অভাবী মানুষদের খাওয়ানোর জন্য ইফতার পার্টির আয়োজন করেন। এটি দেশে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সংস্কৃতি ও ধর্মীয় প্রথা।
আরও পড়ুন: উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করেছে আ. লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো: রিজভী
তবে এ বছর কিছু সংগঠনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা বাইরে ইফতার পার্টি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘তারা (সরকার) এটা পছন্দ করে না। তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধের ওপর আঘাত হানছে।’
এই বিএনপি নেতার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী তার প্রভুদের ইচ্ছা পূরণের জন্য এসব করছেন।’
তিনি আরও বলেন, 'আমরা প্রাথমিকভাবে বিষয়টি বুঝতে পারিনি। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারি কীভাবে তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে।’
এ সময় বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাকের পক্ষে রিজভী বলেন, ‘তারা আমাদের জনগণ এবং আমাদের মূল্যবোধকে সম্মান করে না। আমরা কেন তাদের শাড়ি বা টুথপেস্ট কিনব।'
রিজভী বলেন, ‘তারা নিয়মিতভাবে সীমান্তে আমাদের লোকদের হত্যা করছে।’
তিনি আরও বলেন, 'সীমান্ত হত্যা নিয়ে চুক্তি আছে, প্রোটোকল আছে, কিন্তু বিএসএফ তাতে মাথা ঘামায় না। তারা প্রায়ই সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করছে।’
ভারত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'তারা দাবি করে তারা একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকার করে না। এমনকি তারা বাংলাদেশিদেরও সম্মান করে না। তারা কেবল একটি রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়েছে যাতে তারা স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।’
রিজভী আরও বলেন, ‘তারা তাদের সার্টিফিকেট দিয়েছে এবং তাদের (আওয়ামী লীগ) জন্য বিশ্বব্যাপী তদবির করেছে।’
তিনি প্রশ্ন তোলেন, লোকেরা কেন তাদের পণ্য ব্যবহার করবে যখন তারা তাদের ইচ্ছাকে সম্মান করে না এবং একটি দলের স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে।
আরও পড়ুন: বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 'ইন্ডিয়া আউট' প্রচারণা চালাচ্ছে জনগণ: রিজভী
৭ মাস আগে
বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আটক: পুলিশ
পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে বিএনপির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে তারা।
আটক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন যে আটক অনেকের বিরুদ্ধে বিভিন্ন মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এছাড়াও, পুলিশ অভিযানের সময় বিএনপি কার্যালয় থেকে ১৫টি অবিস্ফোরিত ককটেল ও এক লাখ ৫০ হাজার খাবার পানির বোতল জব্দ করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় ৪ দিনে বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার
এর আগে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন যে ধৈর্যের সঙ্গে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টনে অবস্থান করলে একপর্যায়ে উত্তেজিত হয় তারা।
তিনি আরও বলেন, ‘ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বিএনপি। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য অফিসে রাখা অনেক বোমা আমরা জব্দ করেছি।’
বিকালে বিএনপির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে নয়াপল্টনে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে তা অনুধাবন করে, পুলিশ দলীয় সদস্যদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে বলে। এতে তুমুল কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে।
পাশের গলিতে আশ্রয় নিয়ে বিএনপি নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে, এতে প্রায় ৫০ জন আহত হয়।
কাঁদানে গ্যাসে শ্বাস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপি কার্যালয়ের ভেতরে আশ্রয় নেয়। পরে পুলিশ কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে দলীয় নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করে।
এছাড়া রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন গণতন্ত্র মঞ্চকে নয়াপল্টনের দিকে যেতে বাধা দেয় পুলিশ।
আরও পড়ুন: বিএনপি কেন নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়, পুলিশ তা খতিয়ে দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিকল্প ভেন্যু না দিলে নয়াপল্টনেই বিএনপির সমাবেশ: আব্বাস
১ বছর আগে
করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩ বছর আগে
রিজভীর রোগমুক্তির জন্য কুড়িগ্রামে মসজিদে মসজিদে দোয়া
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনা করে তার নিজ জেলা কুড়িগ্রামে মসজিদে মসজিদে দোয়া হয়েছে।
৪ বছর আগে
দুর্নীতি সংরক্ষণের জন্য পরিপত্র জারি করেছে সরকার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন যে পরিপত্র জারি করেছে তাতে প্রমাণিত হয়েছে যে সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়।
৪ বছর আগে
পদত্যাগ, বদলির মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: বিএনপি
ব্যাপক দুর্নীতির কবলে পড়া স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান সংকট সমাধানে কয়েকজন কর্মকর্তার পদত্যাগ ও বদলির মাধ্যমে পরিস্থিতির কোনো উন্নতি সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৪ বছর আগে