বীরগঞ্জ
বীরগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লিমন (৩) এবং তাহেরুল ইসলাম (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(২৭ মে) বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন ওই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং এবং তাহিরুল ইসলামএকই গ্রামের দুলাল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, সোমবার বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে বাড়ির পাশে পুকুরে বসে খেলছিল তারা। খেলার একপর্যায়ে পুকুরে নামলে পুকুরের পানিতে ডুবে যায় দুজনে। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশু দুইটি অকাল মৃত্যুর শিকার হয়েছে।
৬ মাস আগে
বীরগঞ্জে বাস উল্টে ২০ যাত্রী আহত
দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার পাঁচপীরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তহমিনা পরিবহনের একটি বাস (সিলেট-জ ১১-০২৯১) বীরগঞ্জ উপজেলার পাঁচপীরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে যায়। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল হতে ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৮
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
৯ মাস আগে
বীরগঞ্জে জেলের জালে আদিবাসী যুবকের লাশ
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শাকিল হেম্ব্রম (২২) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, সংঘর্ষ-গাড়িতে আগুন
শাকিল হেম্ব্রম বীরগঞ্জে মাকড়াই গ্রামের হোপনা হেম্ব্রমের ছেলে।
শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মোনার পুকুরে মাছ পাহারা দিত।
তিনি আরও জানান, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ উঠে আসে।
আরও পড়ুন: মাগুরায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম ও পরিচয়।
তিনি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোনো আলামত দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি ২ যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
১১ মাস আগে
দিনাজপুরে সাপের কামড়ে ২ কৃষকের মৃত্যু
দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ২ কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এবং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২, আহত ১
কৃষক রণজিত চন্দ্র শীল (৩৮) গোবিন্দপুর গ্রামের মৃত কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে এবং কৃষক আব্দুর রউফ (৫৫) চাউলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।
ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, রণজিত চন্দ্র শীল নামে একজন কৃষক জমিতে আগাছা নিড়ানোর সময় সাপে কাটে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়াও বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে আব্দুর রউফ নামে আরেকজন কৃষক গবাদি পশুকে খাওয়ানোর জন্য খড়ের পালা থেকে খড় নেওয়ার সময় সাপে কাটে।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে সে।
আরও পড়ুন: রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ
১ বছর আগে
বীরগঞ্জে কবর থেকে ১১ কঙ্কাল চুরির অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জের ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের তুলশীপুর কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে কবরে কঙ্কাল আছে কি না তা নিশ্চিত হতে পারেননি তারা।
স্থানীয়রা জানান, গেল শুক্রবার কবর জিয়ারতের সময় প্রথমে একটি কবরের উপরে মাটি সরানো ফাঁকা অংশ দেখতে পান স্বজনরা। পরে পুরো কবরস্থানে ১১টি কবরের মাটি সরানো অংশ নজরে আসায় উপজেলা প্রশাসনকে জানান তারা।
আরও পড়ুন: বরিশালে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী জানান, কবরস্থানের কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানানো হয়েছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস ও বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত সুমন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কঙ্কাল চুরির বিষয় জানতে পেরে অনুসন্ধান চালাচ্ছেন তারা। তবে ৪ বছরের আগে দাফন করা কবরের মধ্যে কঙ্কাল রয়েছে কি না তা যাছাই করে দেখেননি তারা।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি
১ বছর আগে
বীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে নানার বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রিফাত (৭) জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার নোহাইল গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে।
আরও পড়ুন: রাজধানীর হাজারীবাগে মাদরাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
জানা গেছে, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আব্দুল হাকিম মিস্ত্রির বাড়িতে গতকাল শনিবার তার মেয়েসহ নাতিরা ঈদের দাওয়াত খেতে আসে। রবিবার বিকাল থেকে তার নাতি রিফাত নিখোঁজ ছিল। পরে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ির পিছনের পুকুরে রিফাতের ভাসমান লাশ দেখতে পায় স্বজনেরা।
নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, খেলতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।
আরও পড়ুন: পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
দিনাজপুরে বালতির পানিতে পড়ে ১৫ মাস বয়সী শিশুর মৃত্যু
১ বছর আগে
দিনাজপুরের বীরগঞ্জে ১ জনকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের বীরগঞ্জের সিংড়া শালবন এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত অমল দেবনাথ (৩৬) বীরগঞ্জের সাতর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মৃত ধীরেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুব্রত কুমার সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে অমল দেবনাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের সঙ্গে পাল্টাপাল্টি মামলা চলছিল। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের চনপাড়ায় ফারদিনকে হত্যা করা হয়নি: পুলিশ
ময়মনসিংহে শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
রাজশাহীতে শিশুকে হত্যার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
২ বছর আগে
দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দিনাজপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে