ফাঁদ
ফাঁদ পেতে বন্যহাতির হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার শহীদুল কারাগারে
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের তারের ফাঁদ পেতে বন্যহাতি হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বনবিভাগ। মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১৩ থেকে ১৪ জনকে আসামি করা হয়েছে।
সীমান্তের মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়ায় বন্যহাতির হত্যার ঘটনায় শনিবার (২ নভেম্বর) শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হোসেন বলেন, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতের ফাঁদে বন্যহাতির মৃত্যু, আটক ১
তিনি বলেন, বন্যহাতি হত্যা মামলায় শহীদুলসহ অজ্ঞাতনামা আরও ১৩ থেকে ১৪ জনকে আসামি করা হয়েছে। এসময় একটি জেনারেটর ও বেশ কিছু বৈদ্যুতিক তার জব্দসহ শহীদুলকে আমাদের কাছে হস্তান্তর করেছে বনবিভাগ।
বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শহীদুলকে আটক করা হয়েছে এবং বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৬ (১)/৪২ ধারায় (অপরাধ ও সাজা) অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে শনিবার জুম প্লাটফর্মে যুক্ত হয়ে সারাদেশের বন্যহাতি অধ্যুষিত বনাঞ্চলের বন কর্মকর্তা ও বনকর্মীদের নিয়ে ভার্চুয়ালি একটি জরুরি সভা করেছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমীর হোসাইন চৌধুরী।
প্রায় আড়াই ঘণ্টা সেই সভায় বন্যহাতির বিচরণস্থলগুলোতে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বন কর্মকর্তারা।
শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ কার্যালয়ের ওয়াইল্ড লাইফ কর্মকর্তা মো. আল-আমিন বলেন, আমাদের বনাঞ্চলের হাতিগুলো ‘এশিয়ান এলিফ্যান্ট’ জাতির। যা আইইউসিএন’র লাল তালিকাভুক্ত বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বন্যপ্রাণী।
এজন্য বন্যহাতি সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান শেরপুর বন্যপ্রাণি সংরক্ষণ কার্যালয়ের ওয়াইল্ড লাইফ কর্মকর্তা মো. আল-আমিন।
ওয়াইল্ড লাইফ কর্মকর্তা আরও বলেন, কুড়িগ্রাম থেকে শুরু করে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বন্যহাতি সুরক্ষায় সচেতনতামুলক সভা ও কার্যক্রম হাতে নেওয়া হবে।
তাই আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বন্যহাতির একটি দল বাতকুচি এলাকায় নেমে এলে কয়েকজন কৃষক ফসল রক্ষায় থানখেতে জেনারেটরের বৈদ্যুতিক সংযোগ দেওয়া তার ফেলে রাখে। রাত ১০টার দিকে মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় বৈদ্যুতিক ফাঁদে একটি বন্যহাতির মৃত্যু ঘটে। আনুমানিক ১০/১২ বছর বয়সি মাদি হাতিটির মরদেহ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলেই মাটিচাপা দেওয়া হয়।
আরও পড়ুন: চুনতিতে ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় লোকোমাস্টার বরখাস্ত
বাচাঁনো গেল না চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত হাতি শাবকটিকে
২ সপ্তাহ আগে
১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে আ.লীগের ফাঁদে পা দিবে না বিএনপি: গয়েশ্বর
বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের দল রাজধানীর ১০ ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতা উসকে দেয়ার ফাঁদ এড়িয়ে চলবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের সাতটি সমাবেশে সর্বত্র সংঘর্ষের উসকানি দেয়ার চেষ্টা করেছিল। আমি মনে করি এটি অস্বাভাবিক নয় যে তারা ১০ ডিসেম্বর ঢাকায় একই চেষ্টা করবে... তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমরা (বিএনপি) সরকারের ফাঁদে পা দেব না। আমরা সংঘর্ষ এড়িয়ে সমাবেশ করব।’
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর দলের ঢাকা জেলা শাখার নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন যে সরকার প্রশাসনকে ব্যবহার করে এবং দলের আগের সমাবেশে বাস চলাচল বন্ধ করে সহিংসতা সৃষ্টির জন্য বিরোধী কর্মীদের উসকানি দেয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছিল।
আরও পড়ুন: বিচারপতিরা চাকরির ভয়ে বিচারকাজ করতে পারছেন না: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকা সমাবেশ করার জন্য তাদের দল ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে।
‘তারা (সরকার) অনুমতি দিতে না পারলেও আমরা সেখানে সমাবেশ করব। আমরা বলেছি ১০ ডিসেম্বর সমাবেশ হবে। আমরা অনুমতির জন্য অপেক্ষা করব না, কারণ আমাদের অনুমতি দেয়া হোক বা না হোক আমরা সমাবেশের ব্যবস্থা করব,’ বলেন তিনি।
চলমান আন্দোলনের গতি অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক জনসভার ঘোষণা দেয় বিএনপি।
দলটি ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুর এবং সিলেটে সাতটি সমাবেশ করেছে, অষ্টমটি ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ২৩ ডিসেম্বর রাজশাহীতে একটি। ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশ।
আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা, ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে পুলিশের অভিযানে পাঁচ দলের নেতাকর্মীর মৃত্যু এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতেই এই সমাবেশ।
আরও পড়ুন: গণজাগরণের জন্য সঠিক সময়ের অপেক্ষায় বিএনপি: গয়েশ্বর
১ বছর আগে
কয়রায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৪
খুলনার কয়রায় সুন্দরবন থেকে হরিণ শিকারের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সুন্দরবনের মুড়লি কুরুলি খাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস হরিণ ধরার ফাঁদ ও ৩টি নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭), আমিনুল রহমান (২৮), আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৩
সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ আটক ১০
কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
২ বছর আগে
খুলনায় ইদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু
খুলনার কয়রায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মোড়ল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকন মোড়ল ওই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে।
জানা গেছে, একই এলাকার রফিকুল গাজী তার ধানক্ষেতে ইদুরের উৎপাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করে রাখে। বুধবার রাতের কোনো এক সময় খোকন মোড়ল ওই ধানক্ষেতে নামলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
আমাদি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
২ বছর আগে
সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ আটক ১০
সুন্দরবনের পশুর নদীর পশ্চিম পাড় থেকে ১০ জন চোরাই শিকারিকে আটক করেছে খুলনা রেঞ্জের অন্তর্গত ভদ্রা টহল ফাঁড়ি। তাদের কাছে সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের চাঁদপাই স্টেশন থেকে ইস্যুকৃত মাছ ও কাঁকড়া ধরার চারটি মেয়াদোত্তীর্ণ পাশ ছিল।
রবিবার বিকাল ৪টার দিকে ভদ্রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ১৬ নং কম্পার্টমেন্টের পশুর নদীর পশ্চিম পাড় থেকে তাদের আটক করা হয়।
আটকদের কাছে ১৬০ কেজি হরিণের মাংস, ২০০ মিটার হরিণ ধরার ফাঁদ, চারটি হরিণের শিং, একটি তক্ষক ও চারটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের ১৪ চরে শুঁটকি তৈরিতে ব্যস্ত জেলেরা
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন-শেখ দিদার, শেখ নিজাম, রাসেল ফকির, আ. সোবহান শেখ, মো. আফ্রিদী, শেখ গোলাম মাওলা, জিয়ার শেখ, শামিম খান, রাজ ও আ. নাইম শেখ।
আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন একটি কেওড়া বাগান থেকে হরিণ শিকার ও জবাই করার আলামত পাওয়া যায়।
আটকদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১, খুলনায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: সুন্দরবনে আর দস্যুতা করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগে গ্রেপ্তার ৩
২ বছর আগে
কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া বিলে অভিযান চালিয়ে ৪০টি পাখি, ফাঁদ, সাউন্ডবক্স ও ব্যাটারি উদ্ধার কার হয়েছে। এই সময় দুই শিকারি ও ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে প্রশাসন।
আটক ব্যক্তিরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের বিষ্ণু নাথ বারইয়ের ছেলে বিজন বারই (৩৮) ও একই গ্রামের বলাই রায়ের ছেলে শরৎ রায় (৩৬)।
জেলা প্রশাসকের নির্দেশে সোমবার ভোরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ৪০টি টিয়া পাখি উদ্ধার
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একজন পাখি শিকারি এবং একজন পাখি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৪০টি পাখি, বেশ কিছু ফাঁদ ও সাউন্ডবক্সসহ পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড এবং শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিকারিদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে পরে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে অবমুক্ত করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ইউএনবিসহ বিভিন্ন গণমাধ্যমে পাখি শিকারের খবর প্রচারের পর শিকারিদের ধরতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ৭টি পরিযায়ী পাখি উদ্ধার, বিক্রেতার কারাদণ্ড
গত অক্টোবর মাসে বাগেরহাটের কোদালিয়া-কালশিরা বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে এই শিরোনামে বার্তা সংস্থা ইউএনবি ভিডিওসহ সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ওই সংবাদ প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে শিকারিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
৩ বছর আগে
বাঁশখালীর ধানক্ষেত থেকে মৃত হাতি উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীর ধানক্ষেতে একটি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মৃত হাতিটি উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব চাম্বল বন বিভাগের পূর্ব পাশে ধানক্ষেতে হাতিটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেয়া হলে তাদের একটি টিম পূর্ব চাম্বল সাত নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকার ধানক্ষেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে।
জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কীভাবে হাতিটি মারা গেছে এখন পর্যন্ত নিশ্চিত নই। হাতিটির শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। হাতিটি কীভাবে মারা গেলো তা উদঘাটনে ময়নাতদন্ত করে দেখা হবে। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের পর মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে। ধারণা করা হচ্ছে এটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। এর আগে গত বছরের জুন মাসে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অইব্যার খীল নামক পাহাড়ি এলাকায় এক বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। সম্প্রতি সাতকানিয়ায় ধানক্ষেতে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একটি মৃত মা হাতির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত করে হাতি হত্যার অভিযোগ
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
শেরপুর সীমান্তে হাতি আতঙ্কে ঘুম নেই পাহাড়ি অধিবাসীদের
৩ বছর আগে
টিকটক-লাইকি ভিডিওর ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা
টিকটক ও লাইকি ভিডিও তৈরির ফাঁদে ফেলে সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এ ব্যাপারে বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
মামলার আসামিরা হলেন, গোলাপগঞ্জ থানার বাণীগাজী গ্রামের আব্দুল লতিফের ছেলে টিকটকম অভিনেতা মো. জুবের আহমদ ফান্নি ও টিলাগড়ের অভিনেত্রী লিজা।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জগন্নাথপুরের সোনিয়া আক্তার (ছদ্ম নাম) বেশ কিছুদিন যাবৎ লাইকি টিকটকের সঙ্গে জড়িত রয়েছে। গত প্রায় মাস খানেক আগে সিলেট নগরীর টিলাগড়ে বসবাসরত লাইকি অভিনেতা লিজা নামক এক মেয়ের সাথে সোনিয়ার পরিচয় হয়। লিজার মাধ্যমে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া মোহিনী ৮৩/এ এর বাসিন্দা আব্দুল লতীফের ছেলে জুবের আহমেদ ফান্নির সাথে সোনিয়ার পরিচয় ঘটে। গত ঈদের পরবর্তী সময়ে জাফলংয়ে লাইকিতে শুটিংয়ের জন্য লিজা সোনিয়াকে প্রস্তাব দেয়। বিষয়টি সোনিয়া তার বাবার সাথে শেয়ার করলে সোনিয়ার বাবা লিজার সাথে ফোনে কথা বলে মেয়েকে অভিনয়ের জন্য যাওয়ার অনুমতি দেন।
গত ১৯ মে সোনিয়ার এক আত্মীয়ের বিশ্বনাথের বাসা হতে ফান্নি ও লিজা তাকে একটি সিএনজিতে করে নিয়ে আসে। সিলেটে আসার পরে শাহপরান থানাধীন লামাপাড়া এলাকায় মোহিনী ৮৩/এ বাসার যায় তারা।
লিজা সোনিয়াকে ওই বাসায় রেখে পোশাক পরিবর্তন করার কথা বলে চলে যায়। এরপর ফান্নি সোনিয়াকে নাস্তা ও কোল্ড ড্রিংকস খেতে দেয়। সোনিয়া তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে বান্ধবী লিজা ও তার বাবাকে ফোন দেয়ার চেষ্টা করলে ধর্ষক তার ফোন কেড়ে নিয়ে তাকে প্রচুর মারধর করে। এক পর্যায়ে ফান্নি সোনিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে সোনিয়া ওই ঘটনা কারো কাছে যাতে না বলে সেই বিষয়ে ফান্নি সতর্ক করে হুমকি দিয়ে অসুস্থ অবস্থায় সোনিয়াকে বিশ্বনাথে সেই আত্মীয়র বাসায় সামনে নামিয়ে দিয়ে আসে।
আরও পড়ুন: এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে সাময়িক বরখাস্তের নির্দেশ
সেখান থেকে সোনিয়াকে বাড়িতে নেয়া হলে বিস্তারিত জেনে প্রথমে সিলেট র্যা ব-৯ ও পরবর্তীতে শাহপরান থানার সহায়তা নেন ভোক্তভোগীর বাবা।
পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সহযোগিতায় সোনিয়াকে ওসমানী মেডিকেলের ওসিসি ডিপার্টমেন্টে ভর্তি করে চিকিৎসা শেষে শাহরান (রহঃ) থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ফান্নির মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অঞ্জন সিংহ বলেন, থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশের পক্ষ হতে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সকল ধরনের তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।
৩ বছর আগে
সুন্দরী নারীর প্রতারণার ফাঁদে মোটরসাইকেল চালক
প্রথমে সুন্দরী মেয়ে রাস্তায় দাঁড় করিয়ে লিফট চাওয়া হয় মোটরসাইকেল চালকের কাছে। চালক লিফট দিতে রাজি হলে তরুণী চালককে নিয়ে যায় নির্দিষ্ট বাসায়। তারপর বাসায় চা খাওয়ানোর কথা বলে ভেতরে ডেকে নিয়ে আটকে রেখে সহযোগীরা মিলে মোটরসাইকেলসহ সর্বস্ব লুটে নেয়।
৩ বছর আগে
৫০ হাজার টাকাসহ দুদকের ফাঁদে শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারী
ঠাকুরগাঁও, ০৭ অক্টোবর (ইউএনবি)- ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও একজন অফিস সহকারী নগদ ৫০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন।
৫ বছর আগে