সোমবার সকালে দুদকের দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী।
তাদের বিরুদ্ধে অভিযোগ- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা হবে এই মর্মে মো. জাফরুল্লাহ নামে এক প্রার্থীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এব্যাপারে জাফরুল্লাহ পরে দুদকের শরণাপন্ন হলে দুদক ফাঁদ পাতে। সকালে দুদক অভিযান চালিয়ে টাকা লেনদেনের সময় নগদ ৫০ হাজার টাকাসহ তাদের আটক করে। দুদক পরে জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানের শহরের হাজীপাড়া বাসাতেও তল্লাশি চালায়।
দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন আটক করা হয়। শিক্ষক নিয়োগের সাথে ঠাকুরগাঁওয়ে কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান।
তিনি জানান, এই দুজনকে দিনাজপুর নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।