রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিলাইছড়ি থানা পুলিশ।
আরও পড়ুন: বেনাপোলে ডলার ও রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক
আটককৃতরা হলেন- জীবন ত্রিপুরা (২৬), বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা (৪৪) ও লক্ষণ ত্রিপুরা (৩০)।
আরও পড়ুন: লালমনিরহাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ওসি (তদন্ত) মো. নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নোয়াখালীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক
ওসি জানান, আটকের সময় তাদের কাছ থেকে ছয়টি একনলা বন্দুক, ২টি ছুরি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, যুবলীগ নেতা আটক!
আটকদেরকে সোমবার রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।