শিশু হত্যা মামলা
ফেনীতে শিশু হত্যা মামলায় চাচীর যাবজ্জীবন
ফেনীর পশুরামে বক্স মাহমুদ ইউনিয়নে ভাতিজা হত্যা মামলায় চাচী আর্জিনা আক্তারকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার ফেনী জেলা ও দায়রা জজ ড.বেগম জেবুননেছার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন হাফেজ আহাম্মদ ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস ছাত্তার।
আরও পড়ুন: চাচা হত্যার দায়ে ৩ ভাতিজার মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
আদালতের বেঞ্চ সহকারি মো. কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জমি থেকে শিশু তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুর বাবা মাওলানা আবু বকর বাদী হয়ে পরশুরাম মডেল থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পরে ২৩ নভেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে চাচি আরজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। একপর্যায় ২৪ নভেম্বর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলামের আদালতে আসামি আরজিনা আক্তার হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরও পড়ুন: খুলনায় প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন
২০২০ সালের ৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াউল জব্বার আরজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে ২০২০ সালের ১০ ডিসেম্বর চার্জ গঠন হয় এবং ২০২১ সালের ১২ জানুয়ারি এ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হয়। এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও বাদীসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় ঘোষণা করেন।
২ বছর আগে
খুলনায় শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
খুলনায় শিশু শুভ হাওলাদারকে হত্যা মামলার প্রধান আসামিকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদরের মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তার মো. সজল ব্যাপারী সোনাডাঙ্গার ময়লাপোতা এলাকার আমিরুনের ছেলে।
এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
নিহত শুভ হাওলাদার বয়রা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিএন্ডবি কলোনি) দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এ ঘটনায় ওদিন রাতে নিহত শুভর মা তিন জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত সাত জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় এর আগে জাহিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, হত্যাকাণ্ডের রহস্য এখনও উদঘাটন হয়নি। মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি জাহিদকে রবিবার রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আটক করে র্যাব। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে থানায় হস্তান্তর করে তারা।
২ বছর আগে
খুলনায় শিশু হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদণ্ড
খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আলোচিত শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার আসামির উপস্থিততে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. এনামুল হক, তার সহযোগী হিসেবে এপিপি সেখ ইলিয়াস হোসেন ও মোসা. শাম্মি আক্তার। সাত কার্যদিবসে মামলাটির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
আদালত জানায়, তানিশা আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো. খাজা শেখের মেয়ে। খাজা শেখের পোস্টিং ছিল বান্দরবন। আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর খাজা ২০২০ সালের ২৯ জানুয়ারি ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর মোবাইলে আসক্ত ছিলেন তিনি। বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করে। তানিশা মুক্তার সাথে একই বিছানায় ঘুমাতো। ওই বছর ২ এপ্রিল ম্যাসেঞ্জারে ফারাবি প্রসেনজিত নামে এক ব্যক্তির সাথে বন্ধুত্ব ও কথা বলার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেয়ার হুমকি দেয়। খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যার পরিকল্পনা করে মুক্তা।
৫ এপ্রিল রাত ৯টার দিকে হত্যার উদ্দেশে দরজা বন্ধ করে ঘুমন্ত তানিশার ওপর আক্রমণ করেন। দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করতে থাকেন। ধস্তাধস্তির শব্দ শুনে তানিশার দাদি দরজা খুলতে বলেন। কিন্তু মুক্তা দরজা খোলেননি। পরে তানিশার চাচা রাজু শেখ বাড়ি এসে দরজা খুলতে বললে মুক্তা বাইরে বের হন। ঘরে ঢুকে তানিশার নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে ফরিদপুরে স্বামীর মৃত্যুদণ্ড, দেবরের যাবজ্জীবন
ভুক্তভোগীর দাদা মো. আবুল বাশার শেখ এ ঘটনায় তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন। ওই বছর ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
৩ বছর আগে
শিশু হত্যা মামলায় নাটোরে যুবকের যাবজ্জীবন
নাটোরের বড়াইগ্রামে শিশু মাহমুদা খাতুন মুন্নি হত্যা মামলার রায়ে সোহেল সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
৪ বছর আগে
সিলেটে শিশু নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সিলেট, ০৯ অক্টোবর (ইউএনবি)- সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত শিশু নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৫ বছর আগে