নাটোরের বড়াইগ্রামে শিশু মাহমুদা খাতুন মুন্নি হত্যা মামলার রায়ে সোহেল সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
একই সাথে অভিযুক্ত সোহেল সরকারের মা সাজেদা বেওয়াকে খালাস দিয়েছে আদালত।
জেলা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামের সোহেল সরকার প্রতিবেশী লোকমান সরকারের ৮ বছরের শিশু কন্যা মাহমুদা খাতুন মুন্নিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে গলাটিপে হত্যার পর শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। পরে মাহমুদাকে পাশের পুকুরে ফেলে দেয়। পরদিন সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে সোহেল ও তার মাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।